নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: মালদার কালিয়াচকের কালিকাপুরে বনি চাইল্ড স্কুল ও মিশনে ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে একজন এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা মহাত্মা গান্ধীজির ১৫৫ তম জন্মবার্ষিকী ও অহিংসা দিবস উপলক্ষে বিজ্ঞান মডেল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। যা সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। ভারত সরকার তার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছেন। স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীজির জন্মদিনকে ভারতে গান্ধী জয়ন্তী দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ২০০৭ সালের ১৫ ই জুন জাতিসংঘের সাধারণ সভায় ২ রা অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। সেইদিন থেকে গোটা দেশব্যাপী এই দিবস পালন করে চলেছে।
এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াচকের শিক্ষারত্ন প্রাপ্তি শিক্ষিকা তানিয়া রহমত, বিশিষ্ট চিকিৎসক ডা: হাজেরুল ইবকার, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাঈম আসগার, বনি চাইল্ড স্কুল ও মিশনের সম্পাদক জসিমুদ্দিন আহমেদ, স্কুলের ডিরেক্টর সামিম জাভেদ আলী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। বনি চাইল্ড স্কুল ও মিশনের মিশনের ডিরেক্টর সামিম জাভেদ আলী জানান, প্রতি বছর আমাদের বনি চাইল্ড স্কুলে বিভিন্ন শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারেও আমরা আমাদের স্কুলে বক্তব্য, কবিতা, বিজ্ঞান মডেল প্রদর্শনী, নাচ, গান, তবলা, দেওয়াল পত্রিকা, ডেঙ্গু সতর্কতা, সেফ ড্রাইভ সেভ লাইফ, ইত্যাদি সচেতনতা মূলক নানা অনুষ্ঠান করলাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct