উম্মার সেখ, বহরমপুর, আপনজন: বুধবার বহরমপুরের গোরাবাজারে অবস্থিত দ্যা ঋদ্বি গ্রিনভ্যালিতে অনুষ্ঠিত হলো আদর্শ শিক্ষকদের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যেখানে শিক্ষার মানোন্নয়ন ও বর্তমান সমাজের চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই সভার আয়োজন করেছে অল ইন্ডিয়া আইডিয়াল টিচার্স অ্যাসোসিয়েশনের বহরমপুর ব্লক শাখা। অনুষ্ঠান শুরু হয় বিকাল ঠিক ৪ টায়। সভার সঞ্চালনা করেন শেখ মারুফ হোসেন। প্রারম্ভিক বক্তব্য রাখেন অ্যাসেসিয়েশনের ব্লক সভাপতি নূর আলী।মোহাম্মদ শামসুল আলমইসলামে শিক্ষার গুরুত্ব ও শিক্ষকের ভূমিকা নিয়ে তার বক্তব্য রাখেন। তিনি ইসলামের দৃষ্টিতে শিক্ষাকে কিভাবে সমাজের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয় তা তুলে ধরেন। বিশেষ অতিথি অধ্যাপক ড. আখতার হোসেন শিক্ষার বর্তমান চ্যালেঞ্জ এবং শিক্ষকদের এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভূমিকা নিয়ে তার বক্তব্য দেন। রাজ্য সহ-সভাপতি জানে আলম, প্রধান অতিথি মোহাম্মদ সেলিম বলেন, শিক্ষকরা হলেন সমাজের আয়না। সমাপনী বক্তব্ রাখেন জেলা সভাপতিম মফিজুর রহমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct