সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা বিষ্ণুপুর পাঞ্চেত বন বিভাগের বিষ্ণুপুর রেঞ্জের আগরদা কুমড়াদহতে বন সুরক্ষা কমিটির ৩২০ জন সদস্য সদস্য ২০১৬ সালের পর থেকে শেয়ার মানি টাকা পাচ্ছেন না। এই অভিযোগ তুলে আজ বিষ্ণুপুর রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখাতে থাকে বন সুরক্ষা কমিটির সদস্যরা। তাদের দাবি ২০১৬ সালের পর থেকে দীর্ঘ আট বছর হয়ে গেছে এর মধ্যে চারবার বনে গাছ কাটা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী বনে গাছ কাটার যে লভ্যাংশের শেয়ার মানির টাকা বনে ডিউটি করার জন্য বন সুরক্ষা কমিটির সদস্যরা পেয়ে থাকেন সেই টাকা তারা পাননি। যে কারণেই তারা আজ বিক্ষোভ দেখাতে থাকে রেঞ্জ অফিসে।
বিষ্ণুপুর রেঞ্জ অফিসার আশিস ঘোষ জানান বন সুরক্ষা কমিটির একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থাকে সেখানে শেয়ার মানে টাকা সরাসরি সেই অ্যাকাউন্টের ক্রেডিট হয়। পরবর্তীতে সেই টাকা সদস্যদের নিজস্ব একাউন্টে যায়। কিন্তু এই বন কমিটির যে নিজস্ব একাউন্ট রয়েছে সেই একাউন্টে ব্যাংকের সাথে প্যান কার্ড সংযুক্ত করা নেই। যে কারণেই তাদের টাকা বন সুরক্ষা কমিটির মেইন একাউন্টে জমা রয়েছে অথচ সদস্যরা পাননি। তবে তাদের এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তার জন্য বন সুরক্ষা কমিটিকে সাহায্য করবেন কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct