অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: প্রত্যন্ত গ্রামে গিয়ে অসহায় মানুষদের হাতে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী তুলে দিলেন সাংবাদিকরা। দক্ষিণ দিনাজপুর জার্নালিস্টস ক্লাবের তরফে রবিবার জেলার কুশমন্ডি ব্লকের হাসরাইল গ্রামে গিয়ে সেখানকার অসহায় মানুষদের হাতে নতুন জামাকাপড়, এবং চাল, ডাল, তেল তুলে দেওয়া হয়। জানাগিয়েছে, অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল বিবেকানন্দ পাঠচক্রের পড়ুয়া এবং কুশমন্ডি, হরিরামপুর ও বংশীহারী ব্লকের বড়দের জন্য। যেখানে দুর্গোৎসবের আগে সবাইকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামা ও খাদ্য সামগ্রী, বড়দের জন্য ছিল খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় উপহার। এদিনের এই মহতি অনুষ্ঠানে ক্লাব সদস্যদের পাশাপাশি কুশমন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ড: নয়না দে , কুশমন্ডি থানার আইসি তরুন সাহা ও হরিরামপুর থানার আইসি অভিষেক তালুকদার এবং হাসরাইল বিবেকানন্দ সেবাশ্রমের আশ্রমিক দীলিপ মাহাতো উপস্থিতি থেকে গরিব ও অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী, বস্ত্র তুলে দেন।
এবিষয়ে কুশমন্ডি থানার আইসি বলেন, ‘এমন উদ্যোগ সমাজের শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়াবে এবং দুর্গোৎসবের আগে আনন্দও দেবে।’
এবিষয়ে কুশমন্ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ড: নয়না দে বলেন, ‘এত সুন্দর অনুষ্ঠান করবার জন্য ক্লাবের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct