সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং, আপনজন: তীক্ষ্ণ বিষধর কালাচ সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য এক শিশু হাসপাতালে ভর্তি হল। বর্তমানে ওই শিশু ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।স্থানীয় ও হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসতের হোগলা এলাকার শিশু ঈশান হালদার। স্থানীয় স্কুলের কেজি ওয়ান এর ছাত্র।বিছানায় ঘুমিয়ে ছিল। সেই সময় তার হাতে একটি তীক্ষ্ণ বিষধর সাপ কামড় দেয়। মুহূর্তে ঘুম ভেঙে যায় ওই শিশুর। সে তড়িঘড়ি সাপটিকে ধরে ফেলে।সাপ ধরে নিয়ে মামাকে দেখাতে যায়।সেই মুহূর্তে ওই শিশুর পরিবারের লোকজন সাপটি কে মারার জন্য উদ্যত হলে পালিয়ে যায়।পরিবারের লোকজন ওই শিশুকে নিয়ে পদ্মেরহাট হাসপাতালে যায় চিকিৎসার জন্য। বর্তমানে ওই শিশু ক্যানিং মহকুমা হাসপাতালে আশাঙ্কাজনক অবস্থায় সিসিইউ তে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষঞ্জ চিকিৎসক ডাঃ সমরেন্দ্র নাথ রায় জানিয়েছেন, ‘সাপ কামড় দেওয়ার পর শিশুটি সাপকে ধরে ফেলে। পরিবারের লোকজনকে দেখাতে যাওয়ার সময় পালিয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct