তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার বিকেলে বাংরুয়া ভবানীপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বিশেষ গ্রাম সভা। মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ১৪ টি সংসদের মানুষ,আশা কর্মী,অঙ্গনওয়াড়ি কর্মী ও এসএইচজি গ্রুপের সদস্য সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিল গ্ৰাম সভায়। গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা ২০২৫-২৬ এ এলাকার উন্নয়নে কি কি কাজ করা হবে জনসম্মুখে তার খসড়া প্রস্তুত করা হয়। জনসাধারণের কাছ থেকে এলাকার সমস্যা শুনেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। কেউ পানীয় জলের সমস্যা,কেউ আবার ড্রেনের সমস্যার কথা জানান। ধীরে ধীরে এলাকার সমস্যা সমাধান করা হবে বলে জানান পঞ্চায়েত নির্মাণ সহায়ক তাপস রায়। অপরদিকে সুশাসন সহ গ্রাম পঞ্চায়েত ও নারী বান্ধব গ্রাম পঞ্চায়েতের উপ জোর দেওয়ার কথা আলোচনা করা হয়। পঞ্চায়েত নির্মাণ সহায়ক তাপস রায় বলেন,গ্রাম পঞ্চায়েত এলাকার নারীর নিরাপত্তা সুনিশ্চিত করা,সামাজিক,রাজনৈতিক ও অর্থনৈতিক কাজে সংগঠনে নারীর অংশগ্রহণ সুনিশ্চিত করা,স্কুল ছুট শিশুদের স্কুল মুখি করা ও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। সরকারি স্কুল,স্বাস্থ্য কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশু ও মায়েরা ঠিকভাবে পরিষেবা পাচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সকলের রয়েছে। এলাকায় কোন অসামাজিক কাজকর্ম হলে পুলিস প্রশাসনকে জানাতে হবে। সভায় উপস্থিত ছিল পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আসপাক আলম ও প্রধান মৌসুমী দাস সহ পঞ্চায়েত সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct