নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধী এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম জয়ন্তী উদযাপন করা হয়। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং তাঁদের আদর্শ ও জীবন দর্শনকে স্মরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির নব নিযুক্ত সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির পর্যবেক্ষক আসাফ আলী খান, পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক, এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু ডিপার্টমেন্টের সংগঠনিক সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী আসফাক আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে প্রাদেশিক এবং জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রী আমাদের কাছে শুধুমাত্র নেতা নন, তাঁরা আমাদের জাতীয় জীবনের প্রেরণা। তাঁদের জীবনদর্শন এবং আদর্শ এখনও সমাজের প্রতিটি স্তরে প্রাসঙ্গিক। আজকের দিনে তাঁদের প্রদর্শিত পথ অনুসরণ করাই আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। সত্য ও অহিংসার পথে এগিয়ে গিয়ে একটি সুষম, বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জীবনের মূলমন্ত্র ছিল সত্য, অহিংসা এবং সেবার মাধ্যমে সমাজের সর্বাঙ্গীণ উন্নতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct