এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: গোবরডাঙ্গার একাধিক পুজো প্যান্ডেলের নিরাপত্তা খতিয়ে দেখলেন জেলা পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা । পাশাপাশি এ দিন গোবরডাঙ্গা থানা এলাকার জলমগ্ন এলাকা পরিদর্শন করে দুর্গতদের হাতে খাদ্য সামগ্রী জামা কাপড় তুলে দেন পুলিশ সুপার ৷ মঙ্গলবার বারাসাত জেলা পুলিশের এসপি প্রতীক্ষা ঝাড়খড়িয়ার সঙ্গে ছিলেন অ্যাডিশনাল এসপি স্পর্শ নীলাঙ্গী, হাবরার এসডিও প্রসেনজিৎ দাস, হাবড়ার সিআই অনুপম চক্রবর্তী ও গোবরডাঙ্গা থানার ওসি পিংকি ঘোষ । এ দিন জেলা পুলিশ সুপার নেতৃত্বে এই প্রতিনিধি দল মূলত পুজো প্যান্ডেলে প্রবেশ পথ ও বাহির পথ কেমন রয়েছে তা যেমন তারা খতিয়ে দেখেন তেমনি বড় পুজো উদ্যোক্তাদের তরফে ভিড় নিয়ন্ত্রণ ,নিরাপত্তা ও আপৎকালীন ব্যবস্থা কি নেওয়া হচ্ছে তাও পুজো কমিটির উদ্যোক্তাদের কাছে জানতে চান পুলিশ আধিকারিকরা। অন্যদিকে গোবরডাঙ্গা থানা এলাকার বেড়গুম-১, বেড়গুম-২ গ্রাম পঞ্চায়েতের জলমগ্ন এলাকা পরিদর্শন করে দূর্গতদের সমস্যার কথা জেনে অর্ধশতাধিক পরিবারের হাতে শুকনো খাবার ও মহিলাদের পুজোর আগে শাড়ি উপহার দেন পুলিশ সুপার স্বয়ং । পুলিশ ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন দুর্গত এলাকাবাসী ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct