দেবাশীষ পাল, মালদা, আপনজন: বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক পুরুষ ও মহিলাকে দড়ি দিয়ে হাত বেঁধে মারধোর। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। ঘটনাটি গতকাল রাতে মালদার পুখুরিয়া থানা এলাকার ।
ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ পুরুষ ও মহিলাকে উদ্ধার করে। অভিযুক্ত আনারুল এখনও পলাতক। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে। আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ গতকাল রাতে তাদের দুই জনকে ঘরের ভেতর থেকে হাতেনাতে ধরে এলাকাবাসীরা। মীমাংসার জন্য বসেছিল সালিশি সভা।
কিন্তু এরই মধ্যে হাত বেঁধে তাদের কে বা কারা মারধর করে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ এসেছিল। কিন্তু তারা ঘুরে চলে যায়। হঠাৎ করে আজ সকালে আবার পুলিশ এসে তাদের দুজনকেই আটক করে নিয়ে যায়।
এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের দাবি ওই ব্যক্তি তৃণমূল কংগ্রেসের কোন কর্মী নয় তিনি একজন কাপড় ব্যবসায়ী। রাজ্যের বিরোধী দলনেতা রাজ্য সরকারকে দুর্নাম এবং ভাবমূর্তি নষ্ট করার জন্য এই চক্রান্ত করে পোস্ট করেছেন। এটি একটি পারিবারিক গন্ডগোল।
এ বিষয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, এই ঘটনা খুব দুর্ভাগ্যজনক। একটা সভ্য সমাজে একজন মহিলা ও পুরুষকে দড়ি দিয়ে বেঁধে পেটাচ্ছে এটা দুর্ভাগ্য এবং এই ঘটনা দেখিয়ে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct