সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: বুধবার মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মোট ৩২০টি দুর্গাপুজোর উদ্বোধন করেন। হাওড়া গ্রামীণ জেলার পূজার মধ্যে অন্যতম উলুবেড়িয়ার নোনা অ্যাথলেটিক ক্লাব এবং উলুবেড়িয়ার আশা ভবন সেন্টারের বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীদের দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন তিনি। উলুবেড়িয়ায় মহিলা পরিচালিত নোনা অ্যাথলেটিক ক্লাবের পূজায় প্রদীপ জ্বালিয়ে পূজার শুভ সূচনা করেন রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়,বিধায়ক বিদেশ রঞ্জন বসু,হাওড়া গ্রামীণ জেলার পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল,উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস,ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান,উলুবেড়িয়া থানার আইসি সঞ্জয় কুমার দে,মহিলা পূজা কমিটির সম্পাদিকা কুহেলী বোস (ঘোষ),ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস,সম্পাদক পবিত্র সান্যাল সহ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct