আজিম শেখ, রামপুরহাট, আপনজন: বীরভূম জেলার পাইকর থানার আমডোল পঞ্চায়েতের ভীমপুরের একজন পরিযায়ী শ্রমিক বাড়ি আসতে গিয়ে পথে মারা গেছে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম সেন্টু সেখ। আজ থেকে ১৮ দিন আগে কাজে গিয়েছিল সেন্টু।
কিন্তু চেন্নাই গিয়ে হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হন। তারপর তিনি জ্বল অবস্থাতেই বাড়ি ফিরে আসছিলেন। সেন্টুর সাথে এই মুহূর্তে ভীমপুর গ্রামের কয়েকজন যুবক আছে।
আজকে মৃত্যু পরিযায়ী শ্রমিকের বাড়িতে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের রাজ্য সভাপতি মহঃ রিপন যান। পরিবারের লোকজনের সাথে কথা বলে সহযোগিতার আশ্বাস দিলেন। তিনি জানান বর্তমানে কেন্দ্রীয় সরকার চক্রান্ত করে ১০০ দিনের কাজ বন্ধ করে রেখেছে তার জন্য বাধ্য হয়ে বাংলার শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হচ্ছে। তাছাড়া কৃষিক্ষেত্রে যে সমস্ত শ্রমিকরা যুক্ত ছিল তারা কৃষিজীবী পেশা ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হচ্ছে। কৃষি যন্ত্রপাতি ও রাসায়নিক সারের দাম অগ্নিমূল্য ও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে চাষে অনেক ক্ষতি হচ্ছে তাই বাধ্য হয়েছে সবাই পড়ে যায় শ্রমিক হয়ে যাচ্ছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের উচিত পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে ব্লক স্তরে কাজে যাওয়ার আগে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা এবং গ্রামীণ অর্থনীতিকে উন্নতি করার জন্য কো-অপারেটিভ সিস্টেম গড়ে তোলা যেখানে প্রান্তিক এলাকার মানুষ কাজ পাবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct