নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: গত ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও নিহত চিকিৎসকের স্মরণে মহালয়া উপলক্ষে মহামিছিল বের করেন কলকাতার জুনিয়র ডাক্তারারা সহ একাধিক সংগঠন । বুধবার সকালে আরজি কর মেডিক্যাল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের বাইরে জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের দ্বারা উন্মোচিত আবক্ষ মূর্তিও স্থাপন করা হয়। জনসাধারণের দেওয়া নির্যাতিতার নাম অনুসারে ‘অভয়’ রাখা হয়েছে।আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘অভয়া’র আবক্ষ মূর্তি উন্মোচন নিয়ে অবশ্য এদিন সরব হন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, নিগৃহীতার ছবি, মূর্তি নিয়ে দেশে গাইডলাইন আছে। সেখানে যন্ত্রণাক্লিষ্ট মূর্তি বসানো উচিত নয়।
ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের (ডব্লিউবিজেডিএফ) বিশাল সমাবেশের ডাকে সাড়া দিয়ে একাধিক চিকিৎসক সংগঠন, নার্সদের সংগঠন, আবাসিক চিকিৎসক এবং নাগরিক সমাজের গোষ্ঠী সহ স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে আসেন। বুধবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মহামিছিল হয়। তারপর রাণী রাসমণি রোডে সমাবেশ অনুষ্ঠিত হয়। নির্যাতিতার ন্যায়বিচার, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে তাঁদের দাবি পূরণ এবং সরকারি হাসপাতালগুলিতে ‘থ্রেট কালচার’ প্রতিকারের দাবিতে মিছিল ও সমাবেশে বেশ কয়ে হাজার মানুষ শামিল হন। এর আগে, ১ অক্টোবর পশ্চিমবঙ্গের আবাসিক চিকিৎসকরা তাদের প্রাথমিক ধর্মঘট প্রত্যাহারের দশ দিনের মাথায় পূর্ণ কর্মবিরতি ঘোষণা করেছিলেন। অভিযোগ করেছিলেন রাজ্য সরকার ১৯ সেপ্টেম্বর মুখ্যসচিবের জারি করা নির্দেশ পালন করতে ব্যর্থ হয়েছে। রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলিতে নিরাপদ, সুরক্ষিত এবং হুমকিমুক্ত কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং ডাব্লুবিজেডিএফের মধ্যে দুটি বৈঠকের পরে রাজ্য স্বাস্থ্য সচিবকে জারি করা নির্দেশিকাগুলি প্রণয়ন করা হয়েছিল।
জুনিয়র ডাক্তারদের নতুন করে কর্মবিরতির ঘোষণার পরে, মুখ্যসচিব মঙ্গলবার রাতে দুটি স্মারকলিপি জারি করেছেন – একটিতে স্বাস্থ্যসেবা কর্মীদের জন্য রাজ্য স্তরের অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনের ঘোষণা করা হয়েছে এবং অন্যটিতে বিভিন্ন রাজ্য পরিচালিত মেডিকেল কলেজ ও হাসপাতালের বিতর্কিত রোগী কল্যাণ কমিটি পুনর্গঠনের ঘোষণা করা হয়েছে। এ বছর দুর্গাপূজার অংশ হিসেবে গণবিক্ষোভ হবে বলে বুধবার স্লোগান দেন বিক্ষোভকারীরা। উল্লেখযোগ্যভাবে, বুধবার ডাব্লুবিজেডিএফ দ্বারা ডাকা মেগা সমাবেশটি দেবীপক্ষের সূচনা দিন মহালয়ার সাথে মিলে যায়।
বুধবার সমাবেশে এক প্রতিবাদী জুনিয়র ডাক্তার বলেন, আমরা নির্যাতিতার জন্য ন্যায়বিচার চাই। কিন্তু বুধবার আমাদের পদযাত্রা রাজ্য সরকারের দেওয়া সুরক্ষা বিধি পূরণ না করার জন্যও, যার ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে আমাদের ধর্মঘট প্রত্যাহার করেছিলাম। তিনি আরও জানান, সরকার তাদের জারি করা নির্দেশিকা পূরণের জন্য প্রয়োজনীয় আদেশ পাস করার সাথে সাথে জুনিয়র ডাক্তাররা আবার কাজ শুরু করবেন। মহালয়ার দুপুরে রাজপথে জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিলে ফের ১০ দফা দাবি। তার মধ্যে অন্যতম হল স্বাস্থ্য সচিবের অপসারণ, আরজি করে নির্যাতিতার দ্রুত বিচার প্রভৃতি। আর এই দাবি দ্রুত পূরণের লক্ষ্যে তারা ফের রাজ্য সরকারের সেঙ্গ বৈঠকে বসতে আগ্রহী বলে জানানো হয়। তবে দাবি না মিটলে কোন ভাবেই কর্মবিরতির সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না বলেও জানানো হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের তরফে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct