আপনজন ডেস্ক: রাজনৈতিক কৌশলবিদ থেকে সমাজকর্মী হওয়া প্রশান্ত কিশোর বুধবার অভিযোগ করেছেন যে গুজরাটে তার ট্র্যাক রেকর্ডে মুগ্ধ লোকেরা ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “পুরো দেশের সম্পদ তাঁর নিজের রাজ্যে সরিয়ে দিয়েছেন”। আই-প্যাক প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর তার নিজের রাজনৈতিক দল জন সুরাজ পার্টির সূচনা উপলক্ষে পাটনার একটি জনসভায় প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, আপনার এবং আমার মতো লোকেরা মোদিকে ভোট দিয়েছিলেন। তার বক্তৃতা শুনে ধারণা হয়েছিল তিনি গুজরাতের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন। প্রকৃতপক্ষে, গুজরাত এগিয়ে চলেছে। গোটা দেশের সম্পদ গুজরাতে চলে গিয়েছে বলে মনে হচ্ছে, যেখানে প্রতিটি গ্রামে কারখানা গড়ে তোলা হচ্ছে। কাজের খোঁজে বিহারের মানুষ ওই রাজ্যে ভিড় করছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct