নিজস্ব প্রতিনিধি, নদীয়া, আপনজন: নদীয়ায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার'গুণধর' বাবা৷নবদ্বীপ শহরের প্রাচীনমায়াপুর এলাকায়।অভিযোগ অনুযায়ী,নিজের নাবালিকা মেয়েকে একাধিক বার ধর্ষণ করেছে অভিযুক্ত বাবা।নাবালিকার মায়ের অভিযোগ,ভয় দেখিয়ে মেয়ের ওপর অত্যাচার করতো স্বামী।সোমবার সন্ধ্যায় মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।তদন্তে পুলিশ জানতে পেরেছে ছ'মাস ধরে এই অত্যাচার চালাচ্ছিল নাবালিকা বাবা নিতাই দেবনাথ।কিন্তু ভয়ে মুখ খোলেনি ওই নাবালিকা।দিন কয়েক আগে ফের একই ঘটনার পুনরাবৃত্তি হলে সে মাকে সমস্ত ঘটনা জানায়।পুলিশ সূত্রে জানা গেছে, নাবালিকাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।স্থানীয়দের দাবি, পেশায় খোলবাদক অভিযুক্ত ৷এলাকাবাসীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন তিনি।অভিযুক্ত নিজের স্ত্রী ও মায়ের সঙ্গেও খারাপ আচরণ করতেন৷অভিযোগ, প্রায়শই মদ্যপ অবস্থায় বাড়ি এসে তাঁদের মারধর করতেন৷এমনকি বাড়িতে মদের আসরও বসাতেন বলে অভিযোগ।স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কে রয়েছেন।অভিযুক্তের এহেন জঘন্যতম কাজের জন্য তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।অন্যদিকে, অভিযুক্তের বাড়ির ভাড়াটের কথায়,মাঝে মাঝে অভিযুক্তের বাড়িতে ঝগড়া হত৷তবে তাঁদের সঙ্গে ভালোই ব্যবহার করতেন অভিযুক্ত৷প্রকৃত ঘটনা কী মেডিক্যাল রিপোর্ট দেখে এবং নাবালিকার সঙ্গে আলাদাভাবে কথা বলে জানার চেষ্টা করছে নবদ্বীপ থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct