জিয়াউল হক , চুঁচুড়া, আপনজন: হুগলির কানাগড়ে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজু তেওয়ারি তার মাকে গুলি করে হত্যার দায়ে চুঁচুড়া যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন হুগলি জেলা সদর আদালত, ২০১৭ সালের ২১শে ডিসেম্বর রাতে পারিবারিক অশান্তির জেরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, জমি বিক্রির টাকাকে কেন্দ্র করে তীব্র অশান্তির সময় রাজু তেওয়ারি নিজের মা, জ্যোৎস্না তেওয়ারিকে গুলি করে। আহত অবস্থায় তাকে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হলেও পরের দিন তিনি মারা যান।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর রাজুর বড় ভাই, বীরেন্দ্র তেওয়ারি, স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে রাজুকে গ্রেফতার করে এবং ২০১৮ সালের ২০শে মার্চ মামলার চার্জশিট দাখিল করা হয়। মামলার তদন্তের সময়ে ২৫ ও ২৭ ধারায় অস্ত্র আইনও অন্তর্ভুক্ত করা হয়।
বিচার প্রক্রিয়ায় মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ২৭শে সেপ্টেম্বর চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্ত রাজু তেওয়ারিকে দোষী সাব্যস্ত করেন এবং ৩০শে সেপ্টেম্বর আদালত তার সাজা ঘোষণা করে।
রাজুকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের সাজা দেওয়া হয়। এছাড়া ২৫ ধারার অস্ত্র আইনে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড এবং ২৭ ধারার অস্ত্র আইনে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct