নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: সেপ্টেম্বরের ৬ তারিখে রাজস্থানে নিজের কর্মস্থলে খুন হন বাংলার পরিযায়ী শ্রমিক মহম্মদ মতি আলী। পাশবিক অত্যাচার করে তাঁকে খুন করা হয়। গতকাল তাঁর মালদা জেলা সফরকালীন অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার সদস্য নওসাদ সিদ্দিকী হরিশ্চন্দ্রপুরের মিসকিনপুরে মতি আলীর পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁর সঙ্গে ছিলেন দলের রাজ্য কমিটির দুই সদস্য সাহাবুদ্দিন গাজী ও কারিমুল্লাহ্ হক। উল্লেখ্য, নিহত মতি আলীর ছয় বছর ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে। মতি আলী গত কুড়ি-বাইশ বছর ধরে একজনের কাছেই সোনার কাজ করতেন। স্বাভাবিকভাবে তিনি ছিলেন ঐ ব্যক্তির স্নেহধন্য ও বিশ্বস্ত। ফলে বাকি যে সমস্ত কর্মচারীরা ঐখানে কাজ করতেন, তাদের বোধহয় ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন মতি আলী এবং সেই কারণেই বিহার ও ওড়িশার বেশ কয়েকজন কর্মচারী মিলে তাঁকে বেধড়ক মারধর করে। পাশবিক অত্যাচার চালানো হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কয়েকদিন চিকিৎসা চলতে চলতে তিনি মারা যান।নওসাদ সিদ্দিকী জানিয়েছেন, সেপ্টেম্বরের ৬ তারিখে মতি আলী মারা গিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত নিহতের পরিবারের লোকজন এটা পর্যন্ত জানতে পারেননি যে তার হত্যাকারীদের বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে কি না। এমনকি তারা ময়না তদন্তের রিপোর্ট পর্যন্ত পাননি। এছাড়াও এই ঘটনার অনেক ফাঁকফোকর তো আছেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct