জাকির সেখ , মুর্শিদাবাদ, আপনজন: জেলার অন্যতম শীর্ষস্থানীয় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান নওদা থানার দমদমা জৌলুষপুর দারুস সালাম মাদ্রাসার সাধারণ সভায় এসে এই মন্তব্য করেছেন রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা অত্র মাদ্রাসার স্থায়ী সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মাদ্রাসা শিক্ষা না থাকলে মুসলমানরা বিপথগামী হয়ে যেতো। মাদ্রাসা না থাকলে মসজিদের জন্য ভালো ইমাম ও সুবক্তা পাওয়া যেতো না। মাদ্রাসা শিক্ষা আছে বলেই মুসলমান সমাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এটা খুব আনন্দের বিষয় যে মুসলমানদের মধ্যে এখন শতশত ছেলে মেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে। এমনকি ইমাম মুয়াজ্জিন ও রিক্সা চালকদের ছেলে মেয়েরাও ডাক্তারি নিয়ে পড়াশোনা করছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) প্রসঙ্গে তিনি বলেন আল্লাহ তায়ালা নবীজী (সাঃ)কে শান্তির দূত হিসেবে পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন এবং প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে শিখিয়েছেন। মহারাষ্ট্রের রামগিরি মহারাজ নবীজী (সাঃ) এর শানে যে কটূক্তি করেছে।আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, মাদ্রাসার সহ সভাপতি হাজি আব্দুল ওয়াহিদ, তাহাফফুজে খাতমে নবুয়তের রাজ্য মুবাল্লিগ মাওলানা আব্দুস সামাদ, সারওয়ারজি মালিকা, মাদ্রাসার শিক্ষকমন্ডলী সহ এলাকার বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct