আপনজন ডেস্ক: অক্টোবরে ভিয়েতনামে আসন্ন প্রীতি ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ মানোলো মার্কেজ, ২৬ জনের খেলোয়াড়ের সম্ভাব্য স্কোয়াড প্রকাশ করেছেন। দলটি ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চূড়ান্ত ২৩ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করবে। স্প্যানিশ কোচ ভারতীয় ফুটবলের সাথে খুব পরিচিত কারণ তিনি ২০২২ সালে হায়দ্রাবাদ এফসিকে আইএসএল চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছিলেন এবং এখন এফসি গোয়া এবং জাতীয় দল পরিচালনা করছেন। ৫৬ বছর বয়সে এই ফুটবলার কত দ্রুত তার পছন্দ অনুযায়ী একটি দল গঠন করতে পারে তা দেখার বিষয় হবে। নিখিল পূজারী, আশিস রাই, চি়ংলেনসানা সিং এবং লিস্টন কোলাকো হায়দ্রাবাদ এফসিতে মার্কেজের নির্দেশনায় উন্নতি লাভ করেছিলেন। নতুন স্কোয়াড কেমন হবে আর তাদের পারফরম্যান্স কেমন হবে সেটিই দেখার বিষয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct