চন্দনা বন্দ্যোপাধ্যায়, রায়দীঘি, আপনজন: লেখাপড়া শেখার পাশাপাশি খেলাধুলা শেখারও প্রয়োজন আছে।বর্তমান সময়ে খেলাধূলা হারিয়ে যাচ্ছে।আর সেই তাগিদে সোমবার ও মঙ্গলবার দুদিন ধরে সুন্দরবনের রায়দীঘি বিধানসভার খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তিকে সামনে রেখে স্কুলের মাঠে ফুটবল খেলা হয়ে গেল।এই খেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়দীঘি বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা, মথুরাপুর ২ নং বিডিও নাজির হোসেন,জেলা পরিষদের সদস্য উদয় হালদার,মথুরাপুর ২ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক, খাঁড়ি পঞ্চায়েত প্রধান বর্ণালী দাস, খাঁড়াপাড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রদ্যুত কুমার হালদার সহ আরো অনেকে। মথুরাপুর ১ ও ২ নং ব্লক থেকে ৮ টি স্কুল এই ফুটবল খেলায় অংশ নেন।ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১লা ও ২রা জানুয়ারীতে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct