নকীব উদ্দিন গাজী, ডায়মন্ড হারবার, আপনজন: রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের উদ্যোগে পাঁচ দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা শুরু হয় ডায়মন হারবার এসডিও মাঠে।৬৮ তম এই ক্রীড়া প্রতিযোগিতা এই প্রথম রাজ্যের ২৪ জেলা নিয়ে ডায়মন্ড হারবার এসডিও মাঠে রাত্রিকালীন খেলার আয়োজন করেন রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ। এই খেলার শুভ সূচনা করেন দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার, উপস্থিত ছিল ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান। রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহ-সভাপতি তথা কনভেনার মইদুল ইসলাম বলেন ,অনূর্ধ্ব ১৪ ও ১৭ ,১৯ বছরের বালক বালিকাদের এই কাবাডি প্রতিযোগিতা ডায়মন্ড হারবার এসডিও মাঠে শুরু হয়। যেখানে প্রায় ১৪ ০০ বালক বালিকারা এই খেলাতে অংশগ্রহণ করছে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ববোধনায় ডায়মন্ডহারবার এসডি মাঠে আনুষ্ঠানিকভাবে এই খেলা শুরু হয়। প্রত্যেক জেলার বালক বালিকা দের থাকা খাওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার ক্রীড়া সংসদের পক্ষ থেকে ব্যবস্থা করে। এদিন এই কাবাডি খেলা দেখতে ভিড় জমিয়েছিল সাধারণ মানুষ,ডায়মন হারবার এসডিও মাঠে। মূলত প্রথম দুদিন বালিকাদের এই খেলার প্রতিযোগিতা হবে পরে তিন দিন বালকদের খেলা হবে বলে জানা যায়। এই রাজ্যস্তরে খেলার পরে তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে মূলত ব্লক স্তরে জেলা স্তরে খেলার পরে এই খেলা রাজ্যস্তরে অংশগ্রহণ করে বালক বালিকারা। খেলার মান বাড়াতে খেলাতে উন্নতি করতে রাজ্য সরকার ক্রিয়া দফতরের পক্ষ থেকে বিভিন্ন রকমের চেষ্টা করে যাচ্ছে বলে এমনটাই জানালেন রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সহ-সভাপতি তথা কনভেনার মহিদুল ইসলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct