আপনজন ডেস্ক: কূটনৈতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। গত ২৭ সেপ্টেম্ব যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে দীর্ঘ ৩৩ বছরের কর্মময় জীবনের ইতি টেনে অবসরে যান তিনি। বর্তমানে এক্সিলারেট এনার্জি নামে বিশ্বের শীর্ষস্থানীয় আধুনিক এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন পিটার হাস। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এক্সিলারেট এনার্জির কার্যালয়ে স্ট্রাটেজিক অ্যাডভাইজর হিসেবে যোগদান করেন তিনি। এক্সিলারেট এনার্জির দায়িত্বে যোগ দিয়ে পিটার হাস বলেন, বিশ্বের জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে মার্কিন বহুজাতিক এই কোম্পানি অসামান্য অবদান রেখে আসছে। মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেট এনার্জির এই যাত্রায় তাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি আনন্দিত।
এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট এবং সিইও স্টিভেন কোবোস বলেন, পিটার হাস এক্সিলারেট এনার্জি টিমে যোগ দেয়ায় আমি আনন্দিত। প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি (পিটার হাস) তার স্টেট ডিপার্টমেন্ট ক্যারিয়ারের সময়জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে একজন দক্ষ অ্যাডভোকেট হিসেবে কাজ করে গেছেন। ভূ-রাজনীতি এবং বাজার সম্পর্কেও তার সম্যক ধারণা ও অভিজ্ঞতা রয়েছে। আমি বিশ্বাস করি তার নেতৃত্ব এবং অভিজ্ঞতা আমাদের টিমকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সেইসঙ্গে বিশ্বে গ্রাহকদের জন্য এনার্জি সিকিউরিটি প্রদানে অসামান্য ভূমিকা রাখবেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct