আসিফ রনি, বহরমপুর, আপনজন: রাজ্যের মধ্যে শিক্ষায় সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের শিক্ষায় এগিয়ে আসার জন্য এক নজিরবিহীন উদ্যোগ নিলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। সংশ্লিষ্ট মহলের দাবি, রাজ্যের মধ্যে ইউসুফ পাঠান হলেন প্রথম কোনও সাংসদ যিনি তার নির্বাচনী এলাকার দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের জন্য সরকারি বৃত্তি ব্যতিরেকে বেসরকারি বৃত্তি পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলেন। গুজরাতের একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বহুরমপুর লোকসভা কেন্দ্রের দরিদ্র ও মেধাবী পড়য়াদের বৃত্তির ব্যবস্থা করলেন ইউসুফ পাঠান। এই বৃত্তির আবেদনের জন্য একটি নির্দিষ্ট লিঙ্ক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। যা ইতিমধ্যে ভাইরাল হয়েছে। https://scholarship.yuvaunstoppable.org/scholarship-form?new=1 লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট ফর্ম পূরণ করলে মিলবে এই বেসরকারি বৃত্তির অনুদান। ‘যুব আনস্টপেবল স্কলারশিপ ফর্ম’ পূরণ তারাই করতে পারবেন যেসব পড়ুয়া শুধু বহরমপুর লোকসভা কেন্দ্রের বাসিন্দা এবং চার বছরের স্নাতক স্তরে পড়াশুনা করছেন। তাদের পারিবারের বার্ষিক আয় হতে হবে তিন লাখ টাকার কম। দ্বাদশ শ্রেণিতে কমপক্ষে আশি শতাংশ নম্বর পেতে হবে। তবে, বেসরকারি কলেজের পড়ুয়ারা এই বৃত্তির সুযোগ পাবেন না বলে জানা গেছে। যারা সরকারি বা সরকার পোষিত কলেজে পড়েন তারাই বৃত্তির সুবিধা পাবেন। আরও জানা গেছে, বছরে ৫০ হাজার টাকা বৃত্তি মিলবে। জানা গেছে, ফর্মে আধার কার্ডের বিবরণ সহ চলতি বছরের ভর্তির ফি রশিদ, আয়ের শংসাপত্র, বাড়ির ইলেকট্রিক বিল প্রভৃতি আপলোড করতে হবে।
জানা গেছে, গুজরাতের আহমদাবাদের তরুণ শিক্ষা-সমাজসেবী অমিতাভ শাহের সংস্থার কর্মসূচি ‘যুব আনস্টপেবল’ -এর ‘উড়ান’ বৃত্তি প্রকল্পের সঙ্গে গাঁটছড়া বেঁেধ এই বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে ‘আপনজন’-এর তরফে ইউসুফ পাঠানকে ফোন করা হলে তার উত্তর না মিললেও বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার’ আপনজন’-কে বলেন, ইউসুফ পাঠান নিজে থেকে এই বৃত্তি দিচ্ছেন না। তবে, বিভিন্ন কর্পোরেট সেক্টরকে তিনি ধরেছেন যার মাধ্যমে কিছু পড়ুয়াদের তিনি স্কলারশিপের ব্যবস্থা করে দেবেন। দরিদ্র পড়ুয়াদের কেউ আশি শতাংশ নম্বর পেলেই ওই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। তারপর তা থেকেই তাদের জন্য বৃত্তি বরাদ্দ করা হবে।
এ বিষয়ে বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি বলেন, এ বিষয়ে আপাতত কোন কিছু জানা নেই। ইউসুফ পাঠান বহরমপুরে এলে তার কাছ থেকে এই বৃত্তি দেওয়ার বিষয়টি নিয়ে বিস্তারিত জানব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct