নিজস্ব প্রতিবেদক, এগরা, আপনজন: পূর্ব মেদিনীপুর জেলার এগরার স্কুলের পরীক্ষার প্রশ্নে উদাহরণ হিসেবে উঠে এল রাজ্যের ডাক্তারি পড়ুয়ার অভয়ার বিষয়। যাকে ঘিরে দেখা দিয়েছে রাজনৈতিক বিতর্ক। এগরার ঝাটুলাল হাইস্কুলের প্রশ্নপত্র ঘিরে বিতর্ক তৈরি হল। আরজি কর কান্ড রাজ্যের সাম্প্রতিক জ্বলন্ত ইস্যু বিরোধীদের কাছে। যা নিয়ে রাজ্য প্রশাসনের পাশাপাশি শাসকদল তৃণমূল ও চরম বিপাকে পড়েছে কিছুটা। আর এই সবের মধ্যেই এগরা ঝাটুলাল হাইস্কুলের একাদশ শ্রেণীর ক্লাস সেমিস্টার চলছে। সোমবার ছিল রাষ্ট্র বিজ্ঞান পরীক্ষা। আর এই পরীক্ষার প্রশ্ন পত্র ৫ নম্বর পেজের ৪০ নম্বর প্রশ্ন ঘিরে বিতর্ক তৈরি হয়।
এই প্রশ্নে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছেন এগরার তৃণমূল বিধায়ক তরুণ মাইতি। তিনি বলেন, শিক্ষার অধিকার কি শুধুই এই অভয়া কান্ড? আমরা এই বিষয়ে পূর্ন সহমর্মিতা দেখাচ্ছি। সামাজিক বিষয়কে একটা উদাহরণ তুলে ধরা ঠিক নয়। এমন প্রশ্নে রাজনীতির গন্ধ রয়েছে। ’কাঁথি জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্র শেখর মন্ডল বলেন, এটা শিক্ষার অধিকার বোঝাতে গিয়েই এই জলন্ত ইস্যু তুলে ধরেছেন শিক্ষক মশাই। আমি উনাকে সাধুবাদ জানাই। ’ যদিও দায়িত্ব প্রাপ্ত শিক্ষক দেবাশীষ জানা বলেন, ‘কি প্রশ্ন হয়েছে জানি না। আমি শারীরিক অসুস্থতার কারণে স্কুলে যেতে পারিনি। স্কুলে গিয়ে খোঁজ নিয়ে বলতে পারবো। ’এদিনের রাষ্ট্রবিজ্ঞানের বিষয়ে পরীক্ষায় শেষ প্রশ্নে আরজিকর প্রসঙ্গ টেনে শিক্ষার অধিকার সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত সেই প্রশ্ন এসেছে। আর আরজিকর নামটি ও সেখানে ঘটে যাওয়া পাশবিক অত্যাচার ও খুনের বিষয়টি প্রশ্ন পত্রে ছাপা হতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct