সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ , বীরভূম , আপনজন: বীরভূমের মল্লারপুর নবারুণ প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের চাল চুরির অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। জানা যায় যে,ওই স্কুলেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মামনি দত্তের বিরুদ্ধেই চাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগ জনসমক্ষে আসতেই ছাত্র-ছাত্রীর অভিভাবক সহ এলাকাবাসী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরব হয়ে ওঠেন। উক্ত স্কুলের শিক্ষক নাজিম হোসেনের নজরে বিষয়টি আসতেই তিনি বিষয়টি খতিয়ে দেখেন।
তারপর তার বিরুদ্ধে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয় এসআই অফিসে। সেই প্রেক্ষিতেই নাকি ঐ শিক্ষককে অন্য স্কুলে সরিয়ে দেওয়া হয়। অপর এক শিক্ষক স্বপন মন্ডল পরবর্তীতে ফের তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন। তাকেও পূর্বতন শিক্ষকের ন্যায় বদলি নিয়ে চলে যেতে হয় অন্য স্কুলে। পর পর এরূপ ঘটনার জেরে ক্ষোভে ফেটে পড়েন স্কুলের ছাত্র-ছাত্রী থেকে অভিভাবকেরা। সোমবার স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীরা মিলিত ভাবে শিক্ষিকা মামনি দত্ত এখান থেকে বদলি করা হয় এবং পূর্বতন শিক্ষক স্বপন মন্ডল কে পুনরায় ফিরিয়ে আনার দাবিতে মল্লারপুর এসআই অফিসে একটি লিখিত আবেদন জমা দেন এবং স্কুলের সদর দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। ছাত্র-ছাত্রীদের দাবি স্বপন স্যার খুবই ভালো ছিলেন। তিনি আমাদের খুবই ভালোবাসতেন আমাদের সমস্ত কথাই শুনতেন। স্বপন স্যারকে অন্য স্কুলে পাঠিয়ে দেওয়া হল কেন জবাব চাই। তাকে পুনরায় এই স্কুলে আনতে হবে। তাকে এই স্কুলে আনা না হলে আমরা কোনরকম ভাবে কোন ক্লাসই করবো না। এভাবেই তারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। ওই স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা চ্যাটার্জির দাবি প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষিকা মামনি দত্তের বিরুদ্ধে মধ্যান্যকালীন আহারের চালের অর্থ তছরুপের ঘটনাটি বিশেষভাবে জনসম্মুখে আশায় তিনি উক্ত চালের অর্থ কোনো রকম আত্মসাৎ করতে না পারলে আমাকে গত ২৪/০৬/২০২৪ তারিখে ডিলারের কাছে মজুদ ৫ কুইন্টাল ৩৪ কেজি চালের আনুমানিক ১০৬৮০ টাকা নিয়ে এসে অফিসের মধ্যে সহকারী শিক্ষিকা উমা ব্যানার্জি উপস্থিতিতে হস্তান্তর করেন। বিদ্যালয়ে উন্নয়নের ক্ষেত্রে উক্ত অর্থ ব্যবহার করার জন্য নির্দেশ দেন। আর উক্ত বেআইনি অর্থ তখন থেকেই বিদ্যালয়ের আলমারির লকারে গচ্ছিত অবস্থায় রাখা আছে বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct