অমরজিৎ সিংহ রায় , বালুরঘাট , আপনজন: চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনা কে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারে লোকেরা। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ঘটনা। জানা গিয়েছে, মৃত ওই রোগীর নাম দুলাল সরকার (৫৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অন্তর্গত কালিকাপুর এলাকায়। গত শনিবার তাকে বালুরঘাট সদর হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবারের লোকেরা। রক্তাল্পতা জনিত সমস্যা নিয়ে বালুরঘাট সদর হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিলেন তিনি। অবশেষে এদিন দুপুরে মৃত্যু হয় দুলাল সরকারের। এদিকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এদিন রোগীর পরিবারের লোকেরা বালুরঘাট সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বালুরঘাট থানার আইসি’র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয়ে পরিস্থিতি। এ বিষয়ে মৃত দুলাল সরকারের স্ত্রী জানান, ‘সম্পূর্ণভাবে চিকিৎসায় গাফিলতির কারণে আমার স্বামী মারা গিয়েছে। আমি চাই আমার সাথে যা হয়েছে এরকম যেন আর কারো সাথে না হয়। সেই কারণে আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করতে চলেছি।’ এ বিষয়ে বালুরঘাট সদর হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, ‘কোন লিখিত অভিযোগ পাইনি। তবে মেডিসিন বিভাগের এই ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে যথাযথ ভাবে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct