আপনজন ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। রোববার বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটে পৌঁছানোর চেষ্টা করলে, পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে পাথর ছুড়ে মারলে,ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রোববার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ও পাথর ছুড়েছে। অন্যদিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছুড়েছে।
গত শনিবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর নিহতের খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দেয়।
প্রথমে ইসরায়েল জানায়, তারা শুক্রবারে দক্ষিণ বৈরুতের শহরতলীতে হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও নাসরুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়। করাচি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল মজলিস ওয়াহদাত মুসলিমিন এই বিক্ষোভের আয়োজন করেছিল। বিক্ষোভ র্যালি পিআইডিসি মোড় থেকে শুরু হয়ে আইসিআই ব্রিজ হয়ে ইউএস কনস্যুলেটের দিকে যাচ্ছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct