আপনজন ডেস্ক: ফিলিস্তিনের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ (নদী থেকে সাগর) স্লোগান শেয়ার করলে, লাইক দিলে বা কমেন্টস করলে তাদের নাগরিকত্ব দেবে না ইউরোপের দেশ জার্মানি। নর্থ জার্মান রেডিও অ্যান্ড টেলিভিশন (এনডিআর) জানিয়েছে, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘নদী থেকে সাগর’ স্লোগান ব্যবহার, লাইক বা মন্তব্য করবেন তারা জার্মান নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন না। জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়মেও বলা হয়েছে, এই স্লোগান ব্যবহার করলে কোনো ব্যক্তি জার্মান নাগরিক হওয়ার অযোগ্য হবেন।
এই স্লোগানের শিকড় ১৯৬০-এর দশকের। জর্ডান নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তির দাবিতে এই স্লোগান দেওয়া হয়।
গত ২৭ জুন জার্মানির দ্বৈত নাগরিকত্ব আইন প্রণয়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct