আপনজন ডেস্ক: ডানপন্থী হিন্দু সংগঠনগুলির প্রতিবাদের পর হিমাচল প্রদেশের সিমলার কুল্লু প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, আখড়া বাজারের জামা মসজিদ অবৈধ নয়। হিমাচল প্রদেশের এই মসজিদকে অননুমোদিত দাবি করে ডানপন্থী হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করার দুই সপ্তাহেরও বেশি সময় পর কুল্লু প্রশাসন রবিবার স্পষ্ট করে দিয়েছে যে এটি অবৈধ নয়। কুলুর এসডিএম বিকাশ শুক্লা জানিয়েছেন, কুলুর আখড়া বাজারে অবস্থিত জামা মসজিদের মালিক পঞ্জাব ওয়াকফ বোর্ড। শুক্লা বলেন, এটি একটি অনুমোদিত কাঠামো। মসজিদ এলাকাটি ৯৮০ বর্গমিটার, যার মধ্যে আমরা মূল মানচিত্র থেকে মসজিদ নির্মাণে প্রায় ১৫০ বর্গমিটারের একটি ছোট বিচ্যুতি পেয়েছি। ওয়াকফ এই বিচ্যুতিকে নিয়মিতকরণের অনুরোধ করেছে। আমরা সিমলার টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ডিরেক্টরের কাছে অনুরোধটি পাঠিয়েছি।
তিনি বলেন, মসজিদের কাঠামো স্থিতিশীল ও সুরক্ষিত। এতে কোনো বিপদ হবে না। হিমাচল প্রদেশে অবৈধভাবে নির্মিত মসজিদ ভাঙার দাবিতে বিক্ষোভ যখন তুঙ্গে, তখন একটি মুসলিম সংগঠন বলেছে যে রাজ্যে কোনও অবৈধ মসজিদ নেই। তবে সরকারি রেকর্ডে মানচিত্র অনুমোদনে বিলম্ব একটি সমস্যা সৃষ্টি করছে। মসজিদ ভাঙার দাবিতে কুল্রুতে যাত্রা করা হিন্দু সংগঠনগুলি সোমবার পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ‘হিন্দু ধরম জাগরণ যাত্রা’র সমর্থকরা কড়া নিরাপত্তার মধ্যে হনুমান মন্দির থেকে আখড়া মসজিদ পর্যন্ত মিছিল করে। মহিলা-সহ বিপুল সংখ্যক মানুষ গেরুয়া পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে কুল্রুর মসজিদ ভেঙে ফেলার দাবি জানান। স্থানীয় বাদ্যযন্ত্র বাজানো সংগীতশিল্পীরা এবং ঐতিহ্যবাহী পোশাকে মহিলারা এই যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন। গত ৩০ আগস্ট শিমলার উপকণ্ঠের মালয়ানা এলাকায় এক মুসলিম নাপিত ও এক হিন্দু ব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত হওয়ার পর নির্মিত মসজিদ ভেঙে ফেলার দাবি ওঠে। হিন্দু গোষ্ঠীগুলি অননুমোদিত মসজিদগুলি ভেঙে ফেলার দাবি জানায়। অন্যদিকে বাসিন্দারা রাজ্যে আসা বহিরাগতদের চিহ্নিত করার দাবি জানাচ্ছে।
মুসলিম ওয়েলফেয়ার কমিটির সভাপতি নাহিম আহমেদ সোমবার পিটিআইকে বলেন, হিমাচল প্রদেশের কোনও মসজিদই অবৈধ নয়, তবে মানচিত্র অনুমোদন এবং অন্যান্য প্রক্রিয়ায় বিলম্ব হয়েছে। অবৈধ প্রমাণিত হলে আমরা নিজেরাই স্থাপনা উচ্ছেদ করব।
তিনি বলেন, রবিবার মান্ডির বালহ এলাকায় মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করার জন্য তাঁরা দেখা করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct