রঙ্গিলা খাতুন ,কান্দি আপনজন: ''নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি'' – এই শিরোনামে রবিবার বড়ঞা ব্লকের বেলডাঙ্গা তে একটি সুধী সমাবেশের আয়োজন করে জামাআতে ইসলামী হিন্দ বড়ঞা ব্লক। আজকের সুধী সমাবেশে জামাআতের মুর্শিদাবাদ জেলা বিভাগীয় সম্পাদক আমিরুল বাশার সাহেব বলেন, স্বাধীনতা ও নৈতিকতা প্রতিটি মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ন অংশ। নৈতিকতা বিবর্জিত স্বাধীনতা কখনোই মানব সমাজকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে না। স্বাধীনতা মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক জীবনের সঙ্গে সম্পৃক্ত ঠিকই; কিন্তু অবাধ স্বাধীনতা এইসব ক্ষেত্রগুলিতে বিপর্যয় ডেকে এনেছে। তাই মানুষের বিবেককে জাগ্রত করতে এবং মানুষের নৈতিক জাগরণ ঘটাতে "নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি" শিরোনামে দেশজুড়ে ক্যাম্পেইন পরিচালনা করে চলেছে জামাআতে ইসলামী হিন্দ।মাওলানা আব্দুল্লাহ সাহেব বলেন, আজ আমাদের সমাজে নৈতিকতা বিলুপ্ত হয়ে গেছে। যার কারনে আমরা সমাজে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ধর্ষন, খুন, রাহাযানী, অন্যায়ের বাড়বাড়ন্ত। এইসব কিছু রোধে ও মানুষকে সচেতন করতে জামাআতে ইসলামী হিন্দের চলমান প্রচারাভিযানের ভূয়সী প্রশংসা করে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে একসাথে কাজ করার জন্য আহ্ববান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন জামাআতে ইসলামী হিন্দের বেলডাঙ্গা শাখার সভাপতি মাস্টার সেলিম রেজা সাহেব , সংগঠনের বড়ঞা ব্লকের সভাপতি হাবিবর মির্জা প্রমুখ্যসংগঠনের বড়ঞা ব্লকের সভাপতি হাবিবর মির্জা জানান, নৈতিক মূল্যবোধ মেনে চলার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব। জামাআতে ইসলামী হিন্দের ''নৈতিকতাই স্বাধীনতার ভিত্তি" শিরোনামে মাসব্যাপী চলমান ক্যাম্পেইনের লক্ষ্যই হল জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধর্ম বা অঞ্চল নির্বিশেষে প্রত্যেকের জন্য মৌলিক অধিকার ও মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় স্বাধীনতা ও ব্যবস্থাপনা সুনিশ্চিত করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct