সাদ্দাম হোসেন মিদ্দে , ভাঙড় আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ে বাগজোলা খালের উপর নির্মিত ছেলেগোয়ালিয়া কাঠের সেতুর বেহাল অবস্থা। ছেলেগোয়ালির সঙ্গে কচুয়া ও কাঠজ্বালা কে সরাসরি যুক্ত করে এই সেতুটি। দ্রুত কংক্রিটের ব্রিজের দাবি এলাকাবাসীর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ বছরেরও বেশি সময় ধরে সেতু টির অবস্থা বেহাল হয়ে পড়ে আছে। তাদের অভিযোগ বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হচ্ছে না। উল্লেখ্য এই সেতুটি দিয়ে ছেলেগোয়ালিয়া, কাঠজ্বালা, কচুয়া, সাতুলিয়া, মানিকতলা প্রভৃতি গ্রামের মানুষ যাতায়াত করেন। কৃষি পণ্য পরিবহণে ব্যাপক অসুবিধা হয় অন্নদাতাদের। ৪ চাকা কোনো গাড়ি সেতুটি দিয়ে যাতায়াত করতে পারে না।
এছাড়াও সাধারণ পথচারী ও শিক্ষার্থীরা ভয়ে ভয়ে সেতু পারাপার করেন। সেতুটি টি পেরিয়ে বিদ্যালয়ে যান আজাদ ইনস্টিটিউশন (অসরকারী মাধ্যমিক বিদ্যালয়), কচুয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাঝেরহাট ছেলেগোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। এছাড়াও এই সেতু দিয়ে যাতায়াত করেন কাঠজ্বালা ছেলেগোয়ালিয়া এস এ খারেজি মাদ্রাসার ছাত্ররা।
এবিষয়ে জানতে চাইলে “আপনজন” প্রতিনিধি কে ছেলেগোয়ালিয়া গ্রামের বাসিন্দা তথা আজাদ ইনস্টিটিউশনের (প্রথম থেকে দশম শ্রেণীর বেসরকারি বিদ্যালয়) প্রধান শিক্ষক হাফিজুর রহমান বলেন, ‘বেশ কয়েকবার “দিদিকে বলো”, “ইমিগ্রেশন এ্যাড ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট” তথা সরকারী বিভিন্ন দফতরে ব্রিজের পুনঃ নির্মাণের আবেদন জানালেও অদ্যাবধি কোনো সুরাহা হয়নি। সরকারের কাছে করুণ ও কাতর প্রার্থনা জানাচ্ছি এলাকার মানুষের কল্যাণার্থে ঝুঁকিপূর্ণ বিপদসঙ্কুল ব্রিজটির যাতে সত্ত্বর পুনঃর্নির্মান হয়।’
সেতুটি সারাই বা পুনঃ ষনির্মাণ সম্পর্কে আপনজন প্রতিনিধির পক্ষে সেচ ও জলপথ দফতরের কোনো পদাধিকারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct