সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ , বীরভূম আপনজন: মুরারই বেগুন মোড় থেকে হাসপাতাল যাবার রাস্তা খানাখন্দ অবস্থায় রয়েছে।একটু বৃষ্টি হতে না হতেই হাঁটু ভর্তি জল জমা হয়। অথচ এই পথ দিয়ে পার্শ্ববর্তী বহু গ্রামের মানুষের যাতায়াত।যারফলে দু চাকা, চার চাকা সহ বিভিন্ন গাড়ির আনাগোনা লেগেই আছে।বিশেষ করে অটো টোটো এবং মাতৃযান তথা রোগী বা গর্ভবতী মহিলাদের হাসপাতাল নিয়ে যাওয়ার সময় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়। সেই প্রেক্ষিতে স্থানীয় যুবকদের দল সরকারের দৃষ্টি আকর্ষণ তথা অভিনব ভাবে প্রতিবাদ জানাতে ছিপ হাতে রাস্তার জমা জলে মাছ ধরতে থাকে।সেই ভিডিও ভাইরাল হয়ে ওঠে জেলা জুড়ে।পাশাপাশি মাছ ধরতে থাকা প্রতিবাদী যুবকদের উদ্যোগে গত শুক্রবার মুরারই-১ নম্বর বিডিও র নিকট স্মারকলিপি জমা দেন। বেহাল অবস্থায় থাকা রাস্তার উপর গর্তের মধ্যে মাছ ধরে প্রতিবাদ জানানো যুবকবৃন্দের সেই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং নড়েচড়ে বসেন ব্লক প্রশাসন।তড়িঘড়ি রাস্তা মেরামতের জন্য ব্লক প্রশাসন উদ্যোগ গ্রহণ করেন। সেই মোতাবেক সেদিন থেকেই উক্ত বেহাল অবস্থায় থাকা রাস্তার কাজ জোর কদমে শুরু হয়।প্রতিবাদী যুবকদের মধ্যে সঙ্জিবুর রহমান,সুমন সেখ, রাহিদ মন্ডল,সিপন সেখ জানান বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেন এবং বলেন রাস্তার দুই পাশে নিকাশি নালা সহ পেভারব্লক দিয়ে রাস্তা পাকাপোক্ত করে দেওয়া হবে ছয়মাস পর।তবে আপাতত যেমন করে হোক চলাচলের উপযুক্ত ভাবে রাস্তার কাজ শুরু করে দেওয়া হবে।তিনি কথা রেখেছেন শুক্রবার থেকেই রাস্তার কাজ শুরু হয়েছে।
এমনকি রাস্তার কাজ তদারকি করতেও সরজমিনে উপস্থিত হন মুরারই-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী ।যারপরনাই যুবকদের চোখে মুখে হাসির রেখা স্পষ্ট।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct