সজিবুল ইসলাম , মুর্শিদাবাদ আপনজন: লাগাতার বন্যার জল গঙ্গায় প্রবেশ করায় ফারাক্কা বাঁধের বিপদ সীমার উপর দিয়ে বইছে জল আর সেই কারণে এবার পূর্বের সব রেকর্ড ভেংগে প্রায় কুড়ি লক্ষ কিউসেক জল ছাড়া হবে বলে সূত্রে জানা যায়,তার পর থেকে জেলার পদ্মা নদী তীরবর্তী ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক বার্তা দেন।পাশাপশি অপ্রয়োজনে পদ্মা নদীতে যেতে নিষেধ করেন।
ব্লক প্রশাসন সূত্রে জানা যায় রবিবার সকাল থেকে প্রায় কুড়ি লক্ষ কিউসেক জল ছাড়বে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ বলে সূত্রে খবর ।
গত দুই দিন জল না ছাড়ায় পদ্মা নদী তীরবর্তী এলাকায় বন্যার জল কমতে শুরু করেছিল,ফের ফারাক্কা বাঁধের জল ছাড়া হলে এবার বন্যায় পরিণত হতে পারে জেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকার পাশাপশি রানীনগর ২,ভগবানগোলা ,সাগর পাড়া জলঙ্গি পদ্মা নদীর তীরবর্তী চরের গ্রামে বসবাসকারীদের রাতের ঘুম উড়েছে জল ছাড়ার আতঙ্কে। জলঙ্গি ব্লক প্রশাসনের পক্ষ থেকে নদীর তীরবর্তী এলাকায় বসবাস কারীদের সাবধান ও সতর্ক ভাবে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেন,পাশাপশি যেকোনো সমস্যা হলে ব্লক ও স্থানীয় পঞ্চায়েতে জানানোর বার্তা দেন।গত কয়েক বছর পর এমন জল বাড়ায় দিশেহারা হয়ে পড়েছে চরের বাসিন্দারা।এখন দেখার কবে বন্যার সমস্যা থেকে রেহাই পাই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct