নিজস্ব প্রতিবেদক , মেদিনীপুর আপনজন: জলে ভরপুর কেলেঘাই নদী! নেই কোনো স্থায়ী ব্রিজ। ঝুঁকি নিয়েই যাতায়াত প্রায় ১০০ টি গ্রামের মানুষের। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের কুশবসান অঞ্চলের কেলেঘাই নদীর উপর নেই স্থায়ী ব্রিজ। যার জেরে প্রায় ১০০ টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বন্ধের মুখে, যাতায়াতে ঝুঁকি বাড়ছে। নৌকোর মাধ্যমে চলছে যোগাযোগ স্থাপন। এর জেরেই সমস্যায় পড়েছেন বহু সংখ্যক মানুষ। তারা দাবি করছেন প্রশাসনের কাছে এ বিষয়ে বারবার দাবি রাখা হলেও এখনো পর্যন্ত তা কোন কার্যকর হয়নি। এর পরিপ্রেক্ষিতে কুশবাসন অঞ্চলের প্রধান টুম্পারানী রাউল বলেন আমরা ব্লকে ও জেলায় এই বিষয় নিয়ে জানিয়েছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি এই বিষয়ে কাজ শুরু করার জন্য। আমরাও চাই সাধারণ মানুষের সমস্যার সমাধান হোক। তবে প্রশাসনের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কেউই মুখ খুলতে চাইছেন না। বলছেন সমাধান করে দেওয়া হবে খুব শীঘ্রই। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও যখন সেই কাজ হয়নি, তখন হতাশায় ভুগছেন এলাকার মানুষরা। যাতায়াতের এই দুর্দশা পূর্ণ পরিস্থিতির কবে অবসান হবে সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct