এম মেহেদী সানি , শাসন আপনজন: প্রত্যেকটি শিশুর ইসলামিক বুনিয়াদি শিক্ষাকে মজবুত করতে প্রত্যেকটি গ্রামে একটি করে মক্তব গড়ে তোলার অনুরোধ জানিয়েছেন রাজ্য জমিয়তে উলামা’র সভাপতি ও রাজ্যের গ্রন্থগার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ৷ বিশিষ্ট আলেম মরহুম হযরত মাওলানা সোহরাব খান রহ. সাহেবের স্মরণ সভা ও দোয়ার মজলিসে সামিল হয়ে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে এ কথা বলেন ৷ গত ৮ই সেপ্টেম্বর পরকালে পাড়ি দেন বাংলার বিখ্যাত আলেম পবিত্র কোরআনের ভাষ্যকার ও বর্ধমান জেলা জমিয়তের সহ-সভাপতি বিশিষ্ট মুফাসসির হযরত মাওলানা সোহরাব খান রহ. ৷ যিনি দীর্ঘদিন ধরে ইসলামের প্রচার প্রসারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন ৷ বিশিষ্ট এই আলেমকে স্মরণ করে রবিবার উত্তর ২৪ পরগনা জেলার শাসনের খড়িবাড়ি ‘মাদ্রাসা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুমে’ স্মরণ সভা ও দোয়ার মজলিস অনুষ্ঠিত হয় ৷ উপস্থিত ছিলেন রাজ্য জমিয়তে উলামা’র সভাপতি তথা রাজ্যের গ্রন্থগার মন্ত্রী হযরত মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ও মাওলানা নাসির উদ্দিন ৷ মরহুম হযরত মাওলানা সোহরাব খান সাহেবর রহ. জীবনাদর্শ, ইসলাম প্রচার প্রসারের পদ্ধতি তুলে ধরে বর্তমান ইসলাম প্রচারকদের বিভিন্ন পরামর্শ দেন মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী ৷ তিনি বলেন, ‘হযরত মাওলানা সোহরাব খান রহ.-এর বক্তব্যে কখনো খামখেয়ালিপনা ছিল না, কখনো বেফাঁস কথা বলতেন না, তার জ্ঞানের গভীরতা ছিল প্রখর ৷ বর্তমানে এমন বক্তা এবং এমন জ্ঞানী মানুষের খুবই অভাব ৷’ এ সময় তিনি বর্তমান আলেমদের উদ্দেশ্যে বলেন ‘হাসানো ও কাঁদানো ছেড়ে দিন, সঠিক পদ্ধতিতে ইসলাম প্রচার করুন ৷ তিনি আরও বলেন আলেম-ওলামাদের দাওয়াত দেওয়া হবে তারপর তারা যাবেন, এমন কেন ? এই অভ্যাস পরিহার করারও অনুরোধ জানান সিদ্দিকুল্লা চৌধুরী ৷ বর্তমান পশ্চিমবাংলার বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে স্মরণসভা ও দোয়ার মজলিস থেকে কোরআনের তফসির বর্ণনা করে বন্য কবলিত অসহায় দুর্গত মানুষদের জন্য ত্রাণ এবং নগদ অর্থ সংগ্রহ করেন তিনি ৷ আগামী কয়েকদিনের মধ্যেই এই সাহায্য বন্যা কবলিতদের মাঝে পৌঁছে দেওয়া হবে বলেও জানান ৷ মরহুম শোহরাব খাঁন সাহেব রহ. সাহেবের জামাতা শায়খুল হাদীস, বহু গ্রন্থ প্রনেতা হযরত মাওলানা মুফতি নাসিরুউদ্দীন সাহেব কাসেমী চাঁদপুরীর স্মৃতি রোমন্থন এর মধ্যে দিয়ে মরহুমের বেশ কিছু বিষয় সামনে এসেছে ৷ নাসিরুউদ্দিন সাহেব বলেন, ‘শোহরাব খাঁন সাহেব নামাজ কায়েমের ব্যাপারে সদা সচেতন থাকতেন, কোরআনের প্রতি ছিল গভীর অনুরাগ, নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন ৷’ উত্তর ২৪ পরগনা জেলা জমিয়তে উলামা’র সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক কাজী আরিফ রেজা সমগ্র অনুষ্ঠান সঞ্চালনার মধ্যে দিয়ে শোহরাব খাঁন সাহেব রহ. সাহেবের জীবনে তুলে ধরেন ৷ উপস্থিত ছিলেন আহ্বায়ক মাওলানা শাহাদাত হোসাইন মুদী ক্কীসেমী, মওলানা বজরুল রহমান, মাওলানা নজরুল ইসলাম মাযাহিরী, মাওলানা কারী মহিউদ্দীন কাসেমী, মাওলানা আব্দুল হাকিম মাযাহারী, মাওলানা খলীলুল্লাহ মাযাহিরী, মাওলানা নূরুল হক কাসেমী, মাওলানা মুফতি মোজাফফর হোসাইন কাসেমী প্রমুখ ৷ শোহরাব খাঁন সাহেব রহ. -এরস্মরণসভা ও দোওয়ার মাজলিসে উপস্থিত ছিলেন অগণিত ভক্তকুল, মুহিব্বীন ও মোতায়াল্লিকীনরা ৷ মরহুমের রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দোয়া করেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct