আপনজন ডেস্ক: মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইউএস-ম্যাক্সিকো সীমান্তে একটি বিরল সফর করেছেন। সেখান থেকে তিনি অভিবাসন নীতি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস। এবার তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত বিধি কঠোর করা করা হবে। সেই সাথে সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানোও হতে তার প্রধান অগ্রাধিকার। কমলার অভিযোগ, যুক্তরাষ্ট্রের নাগরিকদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক আর বিভাজনের উত্তাপ ছড়াচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct