আসিফ রনি, মুর্শিদাবাদ, আপনজন: এই প্রথম মুর্শিদাবাদে অভিষেক ব্যানার্জির নামে তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সাগরদিঘীতে। অভিষেক ব্যানার্জি শুভেচ্ছা পেয়ে আবেগে ভাসলেন যুব কর্মীরা। বৃষ্টি উপেক্ষা করে খেলা দেখতে উপচে পড়া ভিড় দর্শকদের। বিজয়ী দলকে দেওয়া হল এক লক্ষ টাকার পুরস্কার।
জানা যায় জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির উদ্যোগে অভিষেক ব্যানার্জীর নামে দুই দিনব্যাপী ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের সাগরদীঘির হলদিতে। ২৮ তারিখ জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় খেলার। ২৯ তারিখ বৈকালে হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে শেষ হল খেলার। জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জানান এমএলএ এম পি কাপ অনেক হয়েছে ,এই প্রথম আমরা মুর্শিদাবাদে অভিষেক ব্যানার্জির নামে এবি কাপ ২০২৪ সম্পন্ন করলাম। এই খেলা আলোড়ন সৃষ্টি করেছে মুর্শিদাবাদে। তিনি আরো বলেন এই খেলা নিয়ে অভিষেক ব্যানার্জির শুভেচ্ছা যুব সমাজের আরো উৎসাহ ও উদ্দীপনা কাজ করেছে,আমরা গর্বিত। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ফাইনালে অংশগ্রহণ করেন খিদিরপুর মিতালী সংঘ ও বুলেট একাদশ বহরমপুর। হাড্ডা হাড্ডি লড়াই শেষে টসের মাধ্যমে জয়লাভ করেন খিদিরপুর মিতালী সংঘ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও খেলায় দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত, রীতিমতো কানায় কানায় ভর্তি হয়ে উঠে মাঠ। বিজয়ী দলকে এক লক্ষ টাকার চেক সহ আকর্ষণীয় ট্রফি তুলে দেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন। দ্বিতীয় দলকে দেওয়া হয় ৭০ হাজার টাকার চেক সহ আকর্ষণীয় ট্রফি। খেলাকে ঘিরে যুবসমাজ থেকে সাধারণ মানুষের আবেগ ছিল চোখে পড়ার মত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct