আপনজন ডেস্ক: হিজবুল্লাহ নেতার মৃত্যুতে ইরানে শোকের পাহাড়, ফলবশত মোহনবাগান এইচডি এবং ট্রাক্টর এফসির ম্যাচ ধন্দে। ২০২৪-২৫ এএফসি চ্যাম্পিয়নস লিগ টু এর দ্বিতীয় খেলায় মোহনবাগান সুপার জায়ান্ট ইরানের তাবরিজের ইয়াদ-ই-ইমাম স্টেডিয়ামে আগামী ২রা অক্টোবর বুধবার ট্রাক্টর এফসির মুখোমুখি হবে। এই মুহূর্তে ইরান ৫ দিনের শোক ঘোষণা করেছে। কারণ ইরানের আধা সামরিক গার্ডের মধ্যে একজন বিশিষ্ট জেনারেল ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। মোহনবাগানের কিছু বিদেশী খেলোয়াড়কে ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেয়া হয়েছে এবং ভারতীয় পাসপোর্ট ধারী কিছু খেলোয়াড়ের ভিসা প্রত্যাখানও করা হয়েছে। মোহনবাগানের তরফ থেকে বিদেশ মন্ত্রকের সাথে যোগাযোগ করা হয়েছে এবং এ এফ সি কে ম্যাচের বিষয়ে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে। তাই এই মুহূর্তে তারা কলকাতায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। ট্রাক্টর এফ সির একটি সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা যায় যে তারা দাবি করে যে মোহনবাগান ক্লাব সব সময় অজুহাত তৈরি করে থাকে। এখন অপেক্ষায় এটাই দেখার যে কবে এই সমস্যার সমাধান হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct