আপনজন ডেস্ক: সুপ্রিম কোর্টে আরজি করে স্নাতকোত্তর ইনটার্নের ধর্ষণ-হত্যার অভিযোগের মামলার শুনানি আজ সোমবার। তার আগে রবিবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা সাধারণ জনগণের সাথে শহর জুড়ে মশাল মিছিলে অংশ নিলেন।
দক্ষিণ কলকাতার আর জি কর হাসপাতাল, সাগর দত্ত হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, কলকাতা মেডিক্যাল কলেজ ও যাদবপুর থেকে মিছিল হয়।
মিছিলে অংশ নিয়ে চিকিৎসক ও কমিউনিটির সদস্যরা ভুক্তভোগীর জন্য ন্যায়বিচার দাবি করেন এবং রাজ্য সরকার পরিচালিত হাসপাতালগুলোতে চিকিৎসা কর্মীদের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
গত ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির আগে রাজ্যজুড়ে সংহতি জানিয়ে প্রতিবাদ মিছিল করার আহ্বান জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।
এক মাসের দীর্ঘ আন্দোলনের পর কাজে ফিরে যাওয়ার পরে, জুনিয়র ডাক্তাররা শনিবার পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে সম্পূর্ণ ‘কর্মবিরতি’ পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করার ইচ্ছা প্রকাশ করেছেন, আসন্ন আদালতের কার্যক্রম চলাকালীন তাদের সুরক্ষার বিষয়ে রাজ্য সরকারের আশ্বাসের উপর নির্ভর করে।
শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বহিরাগতদের মারধরের প্রতিবাদে রবিবার সন্ধ্যায় কলেজ অফ মেডিসিন ও সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকরা মশাল ও মোমবাতি মিছিলের আয়োজন করেন।
এই ঘটনার পর সেখানকার জুনিয়র ডাক্তাররা ধর্মঘটে গিয়েছেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থার দাবিতে জোর দিয়েছেন।
সাগর দত্ত হাসপাতাল থেকে কলকাতার উপকণ্ঠে ডানলপ ক্রসিং পর্যন্ত পদযাত্রা করার সময় বিভিন্ন পেশার মানুষসহ অংশগ্রহণকারীরা মোমবাতি ও মশাল নিয়ে যাত্রা করেন। জুনিয়র ডাক্তারদের হাতে ছিল ‘নো সিকিউরিটি, নো ওয়ার্ক’, ‘নো সেফটি, নো ওয়ার্ক’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct