জাকির সেখ , নৈনান আপনজন: শনিবার দক্ষিণ ২৪ পরগনার কলস নৈনান ব্লক জামিয়াতে উলামার উদ্যোগে নৈনান মল্লিকপাড়া জুমুআ মসজিদে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ও খানকাহ সংরক্ষণের উদ্দেশ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ দিনের সভায় ১৫০ টিরও বেশি মসজিদের মুতাওয়াল্লি ও ইমাম সাহেবরা উপস্থিত ছিলেন। জেলা জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মুফতি আমিনুদ্দিন বলেন, কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী আইন এনে মূলত মুসলমানদের জাতীয় স্বার্থের উপর আঘাত করতে চাইছে। আমরা ইমেইলের মাধ্যমে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতা করেছি। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও কবরস্থান হিফাজতের জন্য প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলন করবো। কলকাতা হাইকোর্টের আইনজীবী মাসুদ করিম ওয়াকফ সংশোধনী বিল পাস হলে মুসলমানদের কি কি ক্ষতি হবে সেই কথা তুলে ধরেন। জেলা জমিয়তে উলামার সভাপতি মাওলানা হাসানুজ্জামান বলেন ওয়াকফ সম্পত্তি হিফাজতের জন্য সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়াও সভায় বক্তব্য রাখেন জেলা জমিয়তে উলামার সহ সম্পাদক মাওলানা ইব্রাহিম খান, সহ সম্পাদক মাওলানা আমিনুর রহমান, সহ সভাপতি মাওলানা আবুল খায়ের, কোষাধ্যক্ষ হাফেজ জুবায়ের হোসেন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct