আপনজন ডেস্ক: পেশাদার আম্পায়ার হিসেবে ২৫ বছরের পথচলা শেষ হচ্ছে পাকিস্তানের আলিম দারের। দেশটির চলতি ঘরোয়া মৌসুম শেষে সব ধরনের ক্রিকেট আম্পায়ারিং থেকে অবসরে যাবেন ক্রিকেট বিশ্বে জনপ্রিয় এই আম্পায়ার। গত বছরের মার্চে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার পদ থেকে অব্যাহতি নেন আলিম। তবে আন্তর্জাতিক প্যানেলে থাকায় ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করার সুযোগ ছিল ৫৬ বছর বয়সী এই আম্পায়ারের। চলতি বছর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার একটি টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায় তাকে। আম্পায়ার হিসেবে আলিম দার উঠেছেন ক্যারিয়ারের সর্বোচ্চ স্থানে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা তিনবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার হন তিনি। ২০০২ সালে আইসিসির এলিট প্যানেল প্রতিষ্ঠিত হওয়ার পর পাকিস্তানের প্রথম আম্পায়ার হিসেবে সেখানে জায়গা করে নেন দার। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ ফাইনাল এবং রেকর্ড গড়ে ১৪৫ টেস্ট ও ২২২টি ওয়ানডে পরিচালনা করেছেন আলিম। ক্যারিয়ারের ইতি টানা প্রসঙ্গে এক বিবৃতিতে আলিম দার বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে আম্পায়ারিং আমার জীবন। এই প্রজন্মের কিছু গ্রেট খেলোয়াড়দের সঙ্গে কিছু আইকনিক ম্যাচ পরিচালনা করার সুযোগ পেয়েছি। ’আম্পায়ারিংয়ে আসার আগে খেলোয়াড়ি জীবে একজন লেগস্পিনার আলিম। ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির এবং ১৮টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৮-৯৯ মৌসুমে কায়েদে আজম ট্রফিতে আম্পায়ার হিসেবে অভিষেক হয় দারের।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct