আপনজন ডেস্ক: ‘কিং কোহলির’ জনপ্রিয়তার আবার এক নিদর্শন পাওয়া গেল, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছে। বিরাট কোহলির জনপ্রিয়তা নিয়ে কারোরই অজানা নয়। আর সেই কোহলির-ই ১৫ বছর বয়সী এক বিরাট ভক্ত তার প্রিয় তারকার খেলা দেখার জন্য ৫৮ কিলোমিটার সাইকেলে ভ্রমণ করেছে। গ্রীন পার্কে ভারত ও বাংলাদেশের মধ্যেকার বর্তমান দ্বিতীয় টেস্ট খেলায় তার জনপ্রিয় খেলোয়াড়কে দেখতে তরুণ ছেলেটি উন্নাও থেকে কানপুর পর্যন্ত ভ্রমণ করেছিল। ভাইরাল হওয়া ভিডিওতে কার্তিককেয় নামে ছোট একটি ছেলেকে দেখা গেছে, যে শেয়ার করেছে যে সে অন্ধকারে ভোর চারটায় তার যাত্রা শুরু করে এবং ২৭শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় স্টেডিয়ামে পৌঁছায়। কার্তিকেয় দশম শ্রেণীর ছাত্র। বাবা-মায়ের নিষেধাজ্ঞা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় যে তারা তাকে স্বাধীনভাবে যাত্রা করার অনুমতি দিয়েছে। কিন্তু প্রথম দিনে কার্তিকেয়র ইচ্ছা অপূর্ণ থেকে যায়, কারণ রোহিত শর্মা টসে জিতে প্রথমে বল করা সিদ্ধান্ত নেন মেঘলা আবহাওয়ার জন্য। ছোট্ট বাচ্চাটির সাথে সাথে আমরা যারা বিরাটের ভক্ত রয়েছি সকলেই আশা রাখছি ও প্রার্থনা করছি ছোট্ট বাচ্চাটি ঠিক তার গুরুর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct