আপনজন ডেস্ক: ইউক্রেনের সীমান্তবর্তী শহর সুমিতে একটি হাসপাতালে রুশ হামলায় শনিবার ৯ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ‘হাসপাতালে যুদ্ধ’ চালানোর জন্য মস্কোর নিন্দা করেছেন। জেলেনস্কি টেলিগ্রামে লিখেছেন, রাশিয়া শাহেদ ড্রোন দিয়ে শহরের একটি হাসপাতালকে আঘাত করেছে। এ ছাড়া আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জন এবং ১২ জন আহত হয়েছে।
এই হামলাটি এমন সময় হলো, যখন জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আবেদন জানাচ্ছেন যাতে ইউক্রেন দীর্ঘপাল্লার নির্ভুল অস্ত্র ব্যবহার করে রাশিয়ার গভীরে আঘাত হানতে পারে। সুমি শহরটি রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমানা বরাবর অবস্থিত, যেখানে কিয়েভ ৬ আগস্ট একটি আকস্মিক আক্রমণ চালায়, যার অংশ হিসেবে রাশিয়ার ভেতরে একটি ‘বাফার জোন’ তৈরির পরিকল্পনা করা হয়েছিল। জেলেনস্কি বলেছেন, ‘বিশ্বের প্রত্যেকে, যারা এই যুদ্ধ নিয়ে কথা বলে তাদের অবশ্যই মনোযোগ দিতে হবে রাশিয়া কী লক্ষ্যবস্তু করছে, তার ওপর। তারা হাসপাতাল, বেসামরিক স্থাপনা ও জনগণের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে।’
জেলেনস্কি ধ্বংস হওয়া হাসপাতালের প্রবেশদ্বারের ওপরে জানালা দিয়ে ধোঁয়া বের হওয়ার ছবি পোস্ট করেছেন, যেখানে উদ্ধারকর্মীদের রোগীদের নিচে নামাতে এবং দুই পুলিশ সদস্যকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় চিকিৎসা নিতে দেখা যায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct