তানজিমা পারভিন , হরিশ্চন্দ্রপুর আপনজন: হঠাৎ করে ছবিটা দেখলে মনে হবে কোনও ভুতুড়ে বাড়ি! চারদিকে ঝোপঝাড়,আগাছা, দেওয়ালে ফাটল। কিন্তু না, এটা কোনও পোড়া বাড়ি নয়। এটা হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জাবরা উপ স্বাস্থ্য কেন্দ্র। দীর্ঘ ১৪ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে উপ স্বাস্থ্য কেন্দ্রটি। তবে পরিসেবা বন্ধ নেই। গত তিন বছর ধরে গ্রামের কমিউনিটি হল ঘর থেকে পরিসেবা দিয়ে আসছে কর্মীরা। প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে বিষয়টি জানিয়েও হয়নি কোনো সমাধান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,উপ স্বাস্থ্য কেন্দ্রটি হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়কের ধারে রয়েছে। দীর্ঘ বছর ধরে একটি ঘরে চলছিল উপ স্বাস্থ্য কেন্দ্রটি। এরপর ২০১০ সালে জেলা পরিষদ থেকে ১২ লক্ষ টাকা ব্যয়ে পাশেই দুই তলা উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়। অভিযোগ, ভবনটি ১৪ বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এক দিনের জন্যও চালু হয়নি। জঙ্গলে ভরে গিয়েছে, পোকামাকড়ের বাসা হয়ে উঠেছে উপ স্বাস্থ্য কেন্দ্রটি। অপরদিকে হরিশ্চন্দ্রপুর গামী ৩১ নং জাতীয় সড়ক সম্প্রসারণ করার ফলে তিন বছর আগে উপ স্বাস্থ্য কেন্দ্রের জায়গাটি অধিগ্রহণ করে নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেই থেকে কমিউনিটি হল থেকে পরিসেবা দিয়ে আসছে কর্মীরা। যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী বলেন, পুরনো উপ স্বাস্থ্য কেন্দ্রগুলি ভেঙ্গে নতুন করা হবে। জেলায় ২৮৭ টি উপ স্বাস্থ্য কেন্দ্রের জমি নিয়ে সমস্যা রয়েছে। ৭৫ টি উপ স্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। জাবরা উপ স্বাস্থ্য কেন্দ্রটিও জন্য জমি না পাওয়ার কারণে থমকে রয়েছে কাজ। জমি পাওয়া গেলেই রাজ্য স্বাস্থ্য ভবনে জানানো হবে। সেখান থেকে অনুমতি পেলেই নতুন উপ স্বাস্থ্য কেন্দ্রের ভবন তৈরির কাজ শুরু হবে। উপ স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ ওয়ার্কার শবনম খাতুন বলেন,আমি ১৪ বছর ধরে এই কেন্দ্র থেকে এলাকার মানুষকে পরিসেবা দিয়ে আসছি। মহেন্দ্রপুর ও ভিঙ্গল দুই গ্রাম পঞ্চায়েতের এগারোটি গ্রামের মানুষ এই উপ স্বাস্থ্য কেন্দ্রে পরিসেবা নিতে আসেন। এই উপ স্বাস্থ্য কেন্দ্রে আটজন আশা কর্মী,একজন সিএইচও ও দুইজন সিএইচএ রয়েছে। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ অমল কৃষ্ণ মন্ডল বলেন, আমি উপ স্বাস্থ্য কেন্দ্রটি পরিদর্শন করেজেলায় বিষয়টি জানিয়েছি। স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির সদস্য গৌর দাস বলেন, গ্রামের কমিউনিটি হলে চলছে উপ স্বাস্থ্য কেন্দ্রটি। তবে গ্রামবাসীদের কখনো কখনো বিয়ের অনুষ্ঠান বা অন্য কোন অনুষ্ঠানের জন্য হলটি প্রয়োজন হয়। উপ স্বাস্থ্য কেন্দ্রের জন্য ব্যবহার করতে পারে না গ্রামের মানুষ। এই নিয়ে সমস্যায় আছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct