রাকিবুল ইসলাম, হরিহরপাড়া আপনজন: ১৮ বছর বয়সের আগেই মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন পরিবারের লোকেরা। জেলার গ্রামীণ এলাকা গুলিতে এমন ঘটনা প্রায় ঘটেছে। জেলা প্রশাসনের নির্দেশে শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লক প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ রোধ করতে আলোচনা সভা করা হল হরিহরপাড়া ব্লকের পঞ্চায়েত সমিতির সভা কক্ষে। বাল্যবিবাহ রোধে প্রশাসন কঠোর মনোভাব নিলেও কিছুতেই বন্ধ হচ্ছে না বলে অভিযোগ। গ্রামীন এলাকায় নিত্যদিন চলে এই বাল্যবিবাহ ঘটনা। বাল্যবিবাহ রোধ করতে বাল্য বিবাহ কুফল সম্পর্কে সচেতন করা হয় পাশাপাশি যে সকল ম্যারেজ রেজিস্টার ও মৌলবীরা নাবালিকার বিয়ে দিয়ে দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন হরিহরপাড়া থানার আইসি অরুপ কুমার রায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিহরপাড়া ব্লকের বিডিও ছেরিং জাম ভুটিয়া, জয়েন্ট বিডিও আমস তামাং, হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর। পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ আহাতাবউদ্দিন সেখ, পঞ্চায়েত সমিতির দল নেতা জয়নাল আবেদিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct