মোহাম্মদ জাকারিয়া ,করণদিঘী আপনজন: এক গৃহস্থের বাড়িতে সম্প্রতি জন্ম নেওয়া ছাগলটি দুইটি মাথা, চারটি চোখ, এবং দুইটি মুখ নিয়ে জন্মেছে, যা স্বাভাবিকের তুলনায় একেবারেই ব্যতিক্রমী। বিরল এই ঘটনাটি জানাজানি হতেই আশপাশের মানুষজন এক নজর দেখতে ভিড় জমাচ্ছে। ছাগলটির এমন অস্বাভাবিক গঠন সবার মধ্যে কৌতূহল আর বিস্ময়ের সৃষ্টি করেছে।উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের বিহিনগর গ্রামে এক বিরল ঘটনার সাক্ষী হলো স্থানীয়রা। শনিবার, গ্রামের এক বাসিন্দা একলাল সিংহের বাড়িতে এক অদ্ভুত ছাগল বাচ্চার জন্ম হয়েছে। ছাগলটির দুটি মাথা, দুটি মুখ, চারটি চোখ এবং দুটি কান রয়েছে। এমন অস্বাভাবিক শারীরিক গঠন দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।একলাল সিংহ জানান, তার বাড়িতে বেশ কয়েকটি ছাগল আছে, কিন্তু এর আগে কখনও এমন অদ্ভুত ছাগল বাচ্চা জন্ম নেয়নি। ছাগলটির জন্মের খবর গ্রামে ছড়িয়ে পড়তেই আশপাশের মানুষজন একলাল সিংহের বাড়িতে ভিড় জমাতে শুরু করে। সবাই সেই অদ্ভুত ছাগল বাচ্চাকে এক নজর দেখতে আসে।স্থানীয়রা জানান, এরকম ঘটনা তারা আগে কখনও দেখেননি, এবং এটি তাদের কাছে বিস্ময়ের বিষয়। গ্রামের কিছু প্রবীণ ব্যক্তি একে প্রকৃতির খেয়াল হিসেবে উল্লেখ করেছেন। তবে পশু চিকিৎসকদের মতে, এটি একটি জিনগত ত্রুটি যা এমন অস্বাভাবিক গঠন সৃষ্টি করতে পারে।এখনো পর্যন্ত ছাগলটি সুস্থ আছে, তবে এই ধরনের অস্বাভাবিক শারীরিক গঠনের কারণে ভবিষ্যতে ছাগলটির স্বাস্থ্যের কী অবস্থা হবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে। চিকিৎসকদের মতে, ছাগলটির নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct