সঞ্জীব মল্লিক,বাঁকুড়া আপনজন: বাম জামানা থেকে রাস্তা বেহাল, আজ সকালে খাদ্য দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের, রাস্তা সমস্যার জন্য প্রপোজাল পাঠানো হয়েছে এবং তা গৃহীত হয়েছে কিছুদিনের মধ্যেই সমস্যার সমাধান হবে আশ্বাস মহকুমা শাসকের, পুলিশের হস্তক্ষেপে আন্দোলন তোলে বিক্ষোভকারীরা। বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মড়ার কৃষক মান্ডি পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা বেহাল। এই রাস্তা দিয়েই যেতে হয় বিষ্ণুপুরের একটি অন্যতম পর্যটন এলাকা ব্রিটিশ পিরিয়ডে তৈরি রানওতে। চরম সমস্যায় এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি বাম জামানার পর থেকেই রাস্তার এই বেহাল পরিস্থিতি। তারপর বেশ কয়েক বছর আগে কৃষাণ মান্ডি তৈরি হলে সেখান থেকে বড় বড় লরি আসা-যাওয়ার ফলে আরো বেহাল পরিস্থিতি হয়েছে রাস্তার। সমস্যায় সকল মানুষ। তাদের দাবি প্রশাসনকে জানিও কোন কাজ হয়নি। তাই তারা আজ সকাল থেকেই খাদ্য দপ্তরের একাধিক অন ডিউটি গাড়ি আটকে রেখে বিক্ষোভে ফেটে পড়েন। পরে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে আন্দোলনকারীদের আশ্বস্ত করলে বিক্ষোভ তুলে নেয় স্থানীয়রা।বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ জানান এই সাত কিলোমিটার রাস্তা কিছুটা বনদপ্তরের জায়গা, কিছুটা বায়ুসেনা দপ্তরের জায়গা রয়েছে, এই রাস্তাটি তৈরি করতে গেলে প্রত্যেকটি দপ্তরের সঙ্গে কথা বলা প্রয়োজন রয়েছে। এবং রাস্তা তৈরীর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বেশ কিছুটা রাস্তা তৈরীর অনুমোদন পাওয়া গিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct