সন্ন্যাসী কাউরী , ডেবরা আপনজন: ডেবরায় বন্যা দুর্গত অসহায় মানুষদের পাশে দাঁড়াল অভয়া ক্লিনিক। শনিবার ডেবরার বন্যা কবলিত খাজুরী এলাকায় অভয়া ক্লিনিক হলদিয়া শাখা ত্রাণ সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান। টানা বৃষ্টি এবং জলাধার থেকে বিপুল পরিমাণে জল ছাড়ার ফলে ডেবরা ব্লকের সব থেকে বেশি ক্ষতি হয়েছে গোলগ্ৰাম, ভবানীপুর, ভরতপুর, মলিঘাটি অঞ্চলে। গোলগ্ৰাম অঞ্চলের খাজুরী, বিহারীচক, চকপলমল, চকৃপান, টাঙ্গাশ্রী, চকপ্রয়াগ এলাকায় এখনও বহু ঘরবাড়ি রয়েছে জলের তলায়। দশ দিন ধরে জলবন্দী হয়ে রয়েছেন ওই এলাকার মানুষজন। বহু পরিবার বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু এলাকায়। দুর্গত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে খাজুরী এলাকায় ১১০টি পরিবারের হাতে বেবি ফুড, ব্লিচিং পাউডার, পানীয় জল, সাবান, শুকনো খাবার, শাড়ি জামা কাপড় সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী তুলে দেন অভয়া ক্লিনিক হলদিয়া শাখা। অভয়া ক্লিনিক এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পেয়ে খুশি প্লাবিত এলাকার মানুষজন। এলাকায় জল কমার পর ডাইরিয়া সহ নানান অসুখ-বিসুখ হতে পারে সেই জন্য এলাকায় মেডিকেল ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ সামগ্রী প্রদান করার অনুরোধ জানান প্লাবিত এলাকার মানুষজন।
এদিন খাজুরী এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অভয়া ক্লিনিক হলদিয়া শাখার সহ-সভাপতি ড. সমীর রঞ্জন খাঁড়া, সম্পাদক ড. সুজন জানা, ড. সঞ্জীব মল্লিক, ড. বুদ্ধদেব পাল সহ অন্যান্যরা। ড: সঞ্জীব মল্লিক বলেন, আজ আমরা মেডিকেল ক্যাম্প করার জন্যই এলাকায় এসেছিলাম। এলাকার মানুষ বলেন, দুই দিন আগে এখানে মেডিকেল ক্যাম্প হয়েছে, আজও হচ্ছে। কয়েক দিন পর এই ক্যাম্প হলে ভালো হয়। তাই আজ মেডিকেল ক্যাম্প করা গেল না। আগামী দিনে আমরা মেডিকেল ক্যাম্প করব বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরও আয়োজন করে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার চেষ্টা করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct