নুরুল ইসলাম খান , কলকাতা আপনজন: SSC-GD র মাধ্যমে কেন্দ্রীয় আধাসেনায় নিয়োগে ডোমিসাইল জাল করে বাংলার কোটায় বিহার, উত্তরপ্রদেশের অধিবাসীদের সুযোগ করে দিয়েছে। এইরকম দুই বহিরাগত ক্রিমিনালদের ধরতে গিয়েই বাংলা পক্ষর দুই সদস্য রজত ভট্টাচার্য ও গিরিধারী রায় শিলিগুড়ি পুলিসের হাতে গ্রেপ্তার হয়েছেন । এই অভিযোগ তুলে জাল ডোমিসাইলের দুর্নীতি ফাঁস করতে ও ধৃতদের মুক্তির দাবিতে শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করল বাংলা পক্ষ। সংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস্য সম্রাট কর, সৌম্যকান্তি ঘোড়ই, অরিন্দম চ্যাটার্জী, এমডি সাহিন জাল ডোমিসাইল জনস্বার্থ মামলার আইনজীবী বিষ্ণু চৌধুরী উপস্থিত ছিলেন।গর্গ চট্টোপাধ্যায় বলেন, তাঁরা ব্যক্তিস্বার্থে এই কাজ করছিলেন না, করছিলেন ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে। বাংলার ভূমিপুত্রদের ন্যায্য অধিকার রক্ষা করতে চেয়েছিলেন। আধাসেনায় নিয়োগ পরীক্ষা হল SSC-GD. এই চাকরির পরীক্ষায় প্রতিটা রাজ্যের রাজ্য ভিত্তিক আসন আছে। যেগুলো সেই রাজ্যের স্থায়ী বাসিন্দাদের জন্য সংরক্ষিত। বাংলার জন্য সংরক্ষিত আসনে বিহার-ইউপি- ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা (যারা বাংলার স্থায়ী বাসিন্দা নয়) টাকার মাধ্যমে বাংলার ডোমিসাইল সার্টিফিকেট বানিয়ে বা সরাসরি ডোমিসাইল জাল করে চাকরি দখল করছে। ডকুমেন্ট জালিয়াতি তো আইনত অপরাধ৷ এরা BSF, CRPF, SSB, CISF এ চাকরি পাচ্ছে। ক্রিমিনালে ভরে যাচ্ছে আধাসেনায়। কৌশিক মাইতি তথ্য সহ রাষ্ট্রীয় নিরাপত্তার বিপদের দিকটাও তুলে ধরেন তিনি।দাগী অপরাধী নিজস্ব প্রদেশে আসামী হলেও এই বাংলায় পুলিশ ভেরিফিকেশনে পাশ করে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct