সুভাষ চন্দ্র দাশ , বাসন্তী আপনজন: রাজ্যে বিভিন্ন কান্ড কারখানার পর যত্রতত্র চলছে সিবিআই, ইডি’র হানা। এতো সবের মধ্যে এবার প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী ব্লকের ফুলমালঞ্চ পঞ্চায়েতের এক রেশন ডিলারের বিরুদ্ধে রেশন সামগ্রী বিলি না করে আত্মসাত করার অভিযোগ উঠলে। শুধু অভিযোগ নয়।
গ্রামবাসীদের দাবী দীর্ঘদিন যাবৎ রেশনের কোন সামগ্রী দিচ্ছেন না ডিলার। আবার গ্রাকদের কে লিঙ্ক করিয়ে নিয়ে দীর্ঘ মেয়াদের সময় নিচ্ছেন রেশন দেওয়ার জন্য। তাতেও কোন সুরাহা হয়নি। রেশন না পেয়ে গত বছর ও এমনই অভিযোগ তুলেছিলেন বড়িয়ার গ্রামবাসীরা। এবার নিজেদের প্রাপ্য রেশন সামগ্রী না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভে সামিল হলেন ফুলমালঞ্চ পঞ্চায়েতের ১০ নম্বর এলাকার বাসিন্দারা। শনিবার সকাল থেকে চুনাখালি-ক্যানিং রোডের ১০ নম্বর বাজার এলাকায় পথ অবরোধ শুরু করেন। তাদের অভিযোগ রেশন ডিলার কালিরাম রায় দীর্ঘদিন রেশন সামগ্রী দিচ্ছেন না। বাড়িতে জানতে গেলে মারধর করার হুমকি দিয়েই তাড়িয়ে দিচ্ছে। আমরা বাসন্তী ব্লক অফিসে গিয়েছিলাম। সেখান থেকে জানিয়ে দেওয়া হচ্ছে আপনাদের রেশন সামগ্রী পাঠিয়ে দেওয়া হয়েছে। ডিলারের কাছে বুঝে নিন।
এমত অবস্থায় হতদরিদ্র পরিবার গুলো রেশন সামগ্রী না পেয়ে ক্ষোভে ফুঁসছিলেন। এদিন পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। যদিও প্রায় ঘন্টা তিনেক সময় পথ অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসনের আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ অবরোধ তুলে নেয়। দীর্ঘদিন রেশন সামগ্রী না পেয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন হামিদ সরদার। তিনি জানিয়েছেন, ‘আমাদের রেশন ডিলার কালিরাম রায় রেশনের চাল চুরি করে বাইরে বিক্রি করে দিচ্ছে। আমরা বঞ্চিত হচ্ছি। মাসের পর মাস এমন ভাবে চলছে। সেই কারণেই প্রতিবাদে সামিল হয়েছি। ’
ঘটনার বিষয় জানতে চেয়ে ডিলার কালিরাম রায়ের সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলে,ফোন না ধরায় কোন উত্তর পাওয়া যায়নি।
ঘটনা প্রসঙ্গে বাসন্তীর বিডিও সঞ্জীব সরকার জানিয়েছেন, ‘ বিষয়টি নজরে এসেছে। ডিলারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। যদি ঘটনা সত্যি প্রমাণিত হয়, তাহলে ডিলার কে বহিষ্কার করা হবে। ’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct