বিশেষ প্রতিবেদক, কলকাতা, আপনজন: তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক অফিস কর্মী দলেরই অন্যতম সৈনিক ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোয় বিষয়টি ভাল ভাবে নিলেন না কলকাতার মেয়র। তিনি ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তার ওএসডির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তাকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারতেন। সেই ক্ষোভ প্রকাশের আরও বহির্প্রকাশ ঘটল। সূত্রের খবর, ফিরহাদ হাকিম এই ঘটনায় এতটাই মর্মাহত হয়েছেন যে, তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মন্ত্রী এবং মেয়র পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও ফিরহাদের সেই আবেদনে সাড়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ তোলা হয় ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেই অভিযোগটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৫ নম্বর ক্যামাক স্ট্রিটের অফিসের এক কর্মী অয়ন ঘোষ দস্তিদার। তিনি দলের শেীর্ষ নেতৃত্বেরকাছে কিংবা ফিরহাদ হাকিমের কাছে নালিশ না জানিয়ে সরাসরি ফিরহাদের ওএসডি কালীচরণের নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হয়েছে।
এমনিতেই দলের কর্মী মধ্যে গুঞ্জন ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের দূরত্ব রয়েছে। যদিও কিছু ক্ষেত্রে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠলেও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ফিরহাদ হাকিমকে তেমন কোনও বিরূপ মন্তব্য করতে দেখা যায়নি। কিন্তু তার ওএসডির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাকে না জানিয়ে অভিষেকের অফিস কর্মী সরাসরি থানায় অভিযোগ দায়ের করায় স্বভাবতই ক্ষুব্ধ হয়েছেন ফিরহাদ হাকিম। তিনি যে এই ঘটনায় অসন্তুষ্ট তা নিয়ে আগেই অভিমানের সুরে বলেছিলেন, তার ওএসডির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে একবার জানালে পারতেন।
এই বিষয়টি নিয়ে জল অনেকটা দূর গড়াতে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। ফিরহাদ হাকিম এই ঘটনায় এতটাই অপমানিত হয়েছেন যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে, এ বিষয়ে দলনেত্রীর কাছে আরও কিছু বলেছেন কিনা কিংবা কারও বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।
জানা গেছে, তদন্ত হলে যেকোনও ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছেন ফিরহাদ হাকিম।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গে ফিরহাদ হাকিম কিছু পদক্ষেপ নেন। তার মধ্যে অন্যতম হল, ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন ফিরহাদ হাকিম। জানা গিয়েছে, এতদিন মেয়রের সঙ্গে যারা দেখা করতে আসতেন তারা প্রথমে মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করার সময় চূড়ান্ত করতেন। এবার থেকে সেই কাজের দায়িত্বভার দেওয়া হয়েছে মেয়রের দুই অ্যাসিস্ট্যান্টের উপর। তারা সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। তারাই মেয়রের সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত করবেন।
যদিও ফিরহাদের ওএসডির বিরুদ্ধে হঠাৎ করে এমন অভিযোগ তোলা হল তা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা শুরু হয়েছে। ফিরহাদের এক ঘনিষ্ঠ মহল অবশ্য হঠাৎ এই অভিযোগ তোলার পিছনে পরিকল্পিত চক্রান্ত আছে বলে মনে করছে। তাদের মতে, বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ হাজী নুরুল ইসলামের অকাল প্রয়াণে উপনির্বাচন অবশ্যম্ভাবী। ওই আসনে হাজী নুরুলের মতো হেভিওয়েট প্রার্থীকে উপনির্বাচনে প্রার্থী না করলে বিজেপির রেখা পাত্রের মতো শোরগোল ফেলা প্রার্থীর মোকাবিলা করা মুশকিল হতে পারে। এছাড়া, দলীয় কোন্দলও মাথা চাড়া দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সন্ধিক্ষণে বসিরহাট থেকে ইতিমধ্যে ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিমের নাম উঠে আসতে শুরু করেছে। এর আগে লোকসভা নির্বাচনের সময় প্রিয়দর্শিনী হাকিমকে হাজী নুরুলের সমর্থনে বেশ কয়েকবার বসিরহাট জুড়ে নির্বাচনী প্রচার করতে দেখা গেছে। সেই সময় প্রিয়দর্শিনী হাকিমকে ঘিরে উন্মাদনাও লক্ষ্য করা যায়। তাই হাজী নুরুলের পরিবর্তে এবার উপনির্বাচনে প্রিয়দর্শিনী হাকিমকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে দলের কর্মী সমর্থকদের মধ্যে দাবি উঠতে দেখা যায়। সেই বার্তা দলের শীর্ষ নেতৃত্বর কাছে পৌঁছে যেতে শুরু করে বলে দাবি বসিরহাটের একাংশ তৃণমূল সমর্থকদের। তাদের ধারণা, প্রিয়দর্শিনী হাকিমকে বসিরহাট লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হতে আটকাতে পরিকল্পিতভাবে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ফিরহাদ হাকিমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। যাতে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয়দর্শিনী হাকিমকে বসিরহাটে প্রার্থী করার ব্যাপারে নারাজ হন। তাই, মেয়রের ওএসডির বিরুদ্ধে অভিষেকের অফিস কর্মীর অভিযোগ তোলাকে ঘিরে গভীর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct